BJP: বিজেপির বুথ সভাপতির অন্তঃসত্ত্বা মেয়ের পেটে লাথি, অভিযুক্ত তৃণমূল কর্মী
BJP: “আসলে তৃণমূলে এই ব্যাপারটা আছে যে যত বেশি বদমাইশি করবে মারধোর করে সে তত উঁচু পোস্টে যাবে। সেটা দেখাতে গিয়ে এই কাজ করেছে।” তোপ বাঁশবেড়িয়ার বিজেপির মণ্ডল সভাপতি বিশ্বজিৎ দাসের।
হুগলি: কল নিয়ে বিবাদের জেরে বিজেপির (BJP) বুথ সভাপতির অন্তঃসত্ত্বা (Pregnant) মেয়ের পেটে লাথি মারার অভিযোগ। কাঠগড়ায় প্রতিবেশী তৃণমূল কর্মী (Trinamool Congress Worker)। বুথ সভাপতির বৃদ্ধ বাবার মাথাও ফেটেছে বলে জানা যাচ্ছে। দুজনকেই গুরুতর আহত অবস্থায় চুঁচুড়া ইমামবাড়া জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। সূত্রের খবর, বাঁশবেড়িয়া পুরসভার ১৬ নম্বর ওয়ার্ডের বিজেপি বুথ সভাপতি জগন্নাথ দাসের বাড়ির সামনে পুরসভার একটি কল আছে। সেই কল নিয়ে প্রতিবেশী তথা এলাকার তৃণমূল কর্মী রাখাল দাসের সঙ্গে তাঁর বিবাদ দীর্ঘদিনের। এদিন বিকালে জগন্নাথের স্ত্রীর গায়ে জল ছিটানো নিয়ে গন্ডগোলের সূত্রপাত।
ঘটনা প্রসঙ্গে জগন্নাথ জানান, “কল নিয়ে দীর্ঘদিন থেকেই ঝামেলা। আজ রাখাল দাসের বউ আমার মেয়ের গায়ে জল দেয়। তার প্রতিবাদ করতে গেলে ওরা চড়াও হয় আমাদের উপর। ওদের বাড়ির সকলে মিলে আমাকে মারধর শুরু করে। আমার বাবা ও মেয়ের উপরেও হামলা করে। বাবাকে ড্রেনে ঠেলে ফেলে দেয়। মাথা ফেটে গিয়েছে। আমার সাড়ে পাঁচ মাসের অন্তঃসত্ত্বা মেয়ের পেটেও লাথি মেরেছে। আমি আগে পার্টি করতাম না। এখন আমি বিজেপি করি বলেই আমার সঙ্গে এই ঘটনা ঘটল। ”
অভিযুক্ত তৃণমূল কর্মী রাখাল দাস ওই ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর মিনতি দাস ও তৃণমূল নেতা বিশ্বজিৎ দাসের ঘনিষ্ঠ বলে দাবি জগন্নাথের। ঘটনা প্রসঙ্গে জগন্নাথের মেয়ে বলেন, “বাবা বিজেপি করে বলে ঝামেলা। দাদুকে মেরেছে। আমাকেও পেটে লাথি মেরেছে।” বাঁশবেড়িয়ার বিজেপির মণ্ডল সভাপতি বিশ্বজিৎ দাস বলেন, “কল নিয়ে দুই পরিবারের বিবাদ অনেকদিনের। আজকেও ঝামেলার সময় তৃণমূল কর্মী এসে আমাদের বুথ সভাপতির উপর চড়াও হয়। মারধর করে। আসলে তৃণমূলে এই ব্যাপারটা আছে যে যত বেশি বদমাইশি করবে মারধোর করে সে তত উঁচু পোস্টে যাবে। সেটা দেখাতে গিয়ে এই কাজ করেছে।”
তৃণমূল কাউন্সিলর মিনতি ধর বলেন, “কল নিয়ে বিবাদ থেকে এই ঘটনা হয়েছে। যা হয়েছে তা সমর্থন যোগ্য নয়। পুলিশ আইনানুগ ব্যবস্থা নেবে।” সূত্রের খবর, ইতিমধ্যেই রাখাল দাস সহ আরও দুজন কে আটক করেছে মগড়া থানার পুলিশ। বাঁশবেড়িয়া পুরসভার চেয়ারম্যান আদিত্য নিয়োগী বলেন,“পানীয় জল নিয়ে এই ঘটনা কাম্য নয়। দূর্ভাগ্যজনক ঘটনা। এর মধ্যে রাজনীতি নেই। ঘটনার নিন্দা করছি। পুলিশ ইতিমধ্যেই ব্যবস্থা নিয়েছে।”