Dankuni Municipality: ‘চাকরিচুরি’, ‘রেশনচুরির’ পর এবার খাল চুরি?

Dankuni Municipality: মূলত ডানকুনি পুরসভার সাত থেকে আটটি ওয়ার্ডের জল নিকাশি হয় এই ডানকুনি খাল দিয়ে। এর মধ্যে আবার চার ও পাঁচ নম্বর ওয়ার্ডের ওপর দিয়ে বয়ে গিয়েছে খালটি। ধীরে ধীরে সেটি বুজিয়ে ফেলা হচ্ছে। যার ফলে চরম সমস্যায় পড়বেন ডানকুনি পুরসভার হাজার হাজার মানুষ। অভিযোগ, পাড় দখল করে লাগাতার চলছে নির্মাণ।

Dankuni Municipality: 'চাকরিচুরি', 'রেশনচুরির' পর এবার খাল চুরি?
এবার খাল চুরি? Image Credit source: Tv9 Bangla
Follow Us:
| Edited By: | Updated on: Dec 20, 2023 | 11:09 AM

ডানকুনি: সুকুমারের রায়ের লেখা ‘গোঁফ চুরি’ কবিতা পড়ে হেসেছিলেন বঙ্গবাসী। আর এবার ‘খাল চুরি’। কোথায় হচ্ছে? ডানকুনিতে। খালের পাড় বুজিয়ে পাঁচিল দিয়ে পাড় দখল করছে একদল অসাধু খাটাল ব্যবসায়ী। বাধা দেওয়ার সাহস নেই সাধরণ মানুষের। পৌর প্রশাসনের নিষ্কৃয় দাবি স্থানীয় বাসিন্দাদের। রাজ্যে যখন রেশন দুর্নীতি, চাকরি দুর্নীতি নিয়ে লাগাতার অভিযোগ উঠছে সেই পরিস্থিতি এবার ‘খাল চুরি’ নিতান্তই চাঞ্চল্য ফেলেছে এলাকায়।

বার বার অভিযোগ উঠেছে ডানকুনি খাল বুজিয়ে অবৈধ ব্যবসা চালিয়ে যাচ্ছেন বেশ কিছু অসাধু খাটাল মালিক। পুরসভা ও জেলা প্রশাসনের তরফ থেকে একাধিকবার অভিযান চালিয়ে খাল সংস্কার ও অসাধু ব্যবসায়ীদের হাত থেকে ডানকুনি খাল পুনরুদ্ধার করার চেষ্টা করা হয়েছে। কিন্তু তার পরও প্রশাসনকে বুড়ো আঙুল দেখিয়ে খালের পাড় বুজিয়ে অবাধে চলছে নির্মাণ কাজ।

মূলত ডানকুনি পুরসভার সাত থেকে আটটি ওয়ার্ডের জল নিকাশি হয় এই ডানকুনি খাল দিয়ে। এর মধ্যে আবার চার ও পাঁচ নম্বর ওয়ার্ডের ওপর দিয়ে বয়ে গিয়েছে খালটি। ধীরে ধীরে সেটি বুজিয়ে ফেলা হচ্ছে। যার ফলে চরম সমস্যায় পড়বেন ডানকুনি পুরসভার হাজার হাজার মানুষ। অভিযোগ, পাড় দখল করে লাগাতার চলছে নির্মাণ।

এলাকাবাসী বলছেন, অভিযোগ এই নিয়ে পৌর প্রশাসনের তরফ থেকে নেওয়া হচ্ছে না কোনও পদক্ষেপ। যদিও, বিরোধীরা বলছেন, বিজেপির ডানকুনি শহর সভাপতি গুঞ্জন চক্রবর্তী বলেন, “সারা রাজ্যজুড়ে চুরি ডাকাতি,কাটমানির রাজত্ব চলছে। বর্তমান শাসকদলের আমলে। ডানকুনি পৌরসভা তৃণমূলের দখলে তাই এখানে কী চলছে মানুষ জানে। কাটমানি খেয়ে খাল ভরাটে মদতে দিচ্ছে শাসক দলের নেতারা।” যদিও ডানকুনি পৌরসভার উপ পৌর প্রধান প্রকাশ রাহা জানান, “অভিযোগ পেয়েছি। যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে।”