Duare sarkar: পরীক্ষা চলাকালীন স্কুলে চলছে দুয়ারে সরকার ক্যাম্প, শোরগোল আরামবাগে
Duare sarkar: আরামবাগ পৌরসভার অন্তর্গত আরামবাগ হাইস্কুল। শহরে বুকে এই নামী বিদ্যালয়ে পঠনপাঠন চলাকালীন দুয়ারে সরকার কর্মসূচির আয়োজন নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে নাগরিক মহলে।
আরামবাগ: দশম একাদশ ও দ্বাদশ শ্রেণীর টেস্ট পরীক্ষা বন্ধ করে চলছে দুয়ারে সরকার। এই ছবি দেখতে পাওয়া গিয়েছিল উলুবেরিয়া দুই ব্লকের করাতবেড়িয়া হাইস্কুল। যা নিয়ে বিস্তর চাপানউতরও শুরু হয় জেলার রাজনৈতিক মহলে। এবার কার্যত একই ছবি দেখতে পাওয়া গেল হুগলিতে। আরামবাগের (Arambagh) স্কুলে পরীক্ষা চলাকালীন চলছে দুয়ারে সরকার (Duare Sarkar Camp) কর্মসূচি। ক্যাম্পে আসা মানুষজনের দাবি সরকারি অফিস থাকা সত্ত্বেও কেন এভাবে স্কুলে চলছে ক্যাম্প? অনেকেই বলছেন তাহলে তো সরকারি অফিস রাখার দরকার নেই। এই নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। তোপ দেখেছে বিজেপি।
আরামবাগ পৌরসভার অন্তর্গত আরামবাগ হাইস্কুল। শহরে বুকে এই নামী বিদ্যালয়ে পঠনপাঠন চলাকালীন দুয়ারে সরকার কর্মসূচির আয়োজন নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে নাগরিক মহলে। শোরগোল শুরু করেছেন রাজনীতির কারবারিরাও। স্কুলে গেলে দেখা যাচ্ছে একদিকে চলছে পরীক্ষা। অন্যদিকে চলছে দুয়ারে সরকার। দুয়ারে সরকারের পরিষেবা পাওয়ার জন্য কয়েক হাজার মানুষ বিদ্যালয়ে লাইন দিয়ে দাঁড়িয়ে রয়েছেন। স্কুলের ভিতরে বসে কাজ করছেন আধিকারিকরা। অন্যদিকে স্কুলে উপর তলায় পরীক্ষা চলছে। একইসঙ্গে পাশের ব্লিডিংয়ে ক্লাসও চলছে। প্রশাসন কিভাবে বিদ্যালয় চলাকালীন দুয়ারে সরকার কর্মসূচির আয়োজন করলো তা নিয়ে ইতিমধ্যেই প্রশ্ন করেছেন স্থানীয় বিজেপি কাউন্সিলার বিশ্বজিৎ ঘোষ। এ ঘটনার কড়া নিন্দাও করেন তিনি।
স্কুলের প্রধান শিক্ষক বিকাশচন্দ্র রায় বলেন, “দুয়ারে সরকার একটা সরকারি কর্মসূচি। সেটা সরকারি নিয়ম মেনেই চলে। সরকার যেভাবে ঠিক করে দেয় সেভাবে আয়োজন করা হয়। আমাদের কাছে যে নির্দেশ আসে তা আমাদের পালন করতে হয়। পাশাপাশি স্কুল এডুকেশন ডিপার্টমেন্টের অর্ডার ছাড়া আমারা ছুটি দিতে পারি না। সে কারণে ক্লাস এবং ক্য়াম্প দুই একসঙ্গে চলছে। আমাদের ক্যাম্পস বড়। আমাদের কোনও অসুবিধা হয়নি।” স্থানীয় তৃণমূল কাউন্সিলার বিশ্বনাথ চট্টোপাধ্যায় বলেন, “দুয়ারে সরকার তো আজকে নতুন নয়। সাধারণ মানুষ এই কর্মসূচির মধ্য দিয়ে নানা সরকারি প্রকল্পের সুযোগ সুবিধা পেয়েছেন। তৃণমূল স্তরে গিয়ে কাজ হচ্ছে। প্রকল্প অনুসারে ভাগ করে মানুষকে পরিষেবা তুলে দেওয়া হচ্ছে। সাধারণ মানুষ উপকৃত হচ্ছে। স্কুলও সরকারের, দুয়ারে সরকারও সরকারের। দুটো জিনিস একসঙ্গে চলায় কারও কোনও অসুবিধা হচ্ছে না। কোনও হই-হট্টগোল হচ্ছে না।”