Hooghly Awas: ‘আবাস’ না পেয়ে পঞ্চায়েত ঘেরাও, উত্তপ্ত শেওড়াফুলি
Hooghly Awas: পঞ্চায়েত সদস্য সুদর্শন বর জানান, এখানকার যাঁরা আধিকারিকরা রয়েছেন, তাঁদের কাছে আবাস যোজনার বাড়ির আবেদন পত্র জমা করেছিল গ্রামবাসীরা।
হুগলি: আবাস যোজনার বাড়ি না পেয়ে এলাকার পঞ্চায়েত সদস্যকে নিয়ে বিক্ষোভ দেখালেন গ্রামবাসীরা। তাঁদের দাবি, চার বছর ধরে তাঁরা আবেদন করেও কোনও বাড়ি পাননি। মঙ্গলবার শেওড়াফুলি পঞ্চায়েত অফিসে বোর্ড মিটিং চলছিল, সেই খবর পেয়ে গ্রামবাসীরা পঞ্চায়েত অফিস ঘেরাও করেন। পরে প্রধান বিডিওকে দিয়ে যাচাই করার আশ্বাস দিলে পঞ্চায়েত ঘেরাওমুক্ত হয়। পঞ্চায়েত সদস্য সুদর্শন বর জানান, এখানকার যাঁরা আধিকারিকরা রয়েছেন, তাঁদের কাছে আবাস যোজনার বাড়ির আবেদন পত্র জমা করেছিল গ্রামবাসীরা। তাঁর বক্তব্য, “এখন দেখছি কেবল দুটো সংসদে বাড়ি পেয়েছে এবং বাকি বারোটা সংসদের ফাইলে কোন কাগজই নেই। এখানকার আধিকারিকরা আর মন দিয়ে কাজ করেন না। পেয়ারাপুর পঞ্চায়েতে প্রধানের তো কোন কথাই চলে না। ওঁরা যেটা ঠিক করে দেবেন সেটাই ফাইনাল। আমরা চাইছি যাতে প্রতিটা গরিব মানুষ যাতে ঘর পান।”
স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, “দীর্ঘ ৪ বছর হয়ে গেল আবেদন করেছি, এখনও কোনও ঘর পাইনি।” শ্যামলী বর নামক এক গ্রামবাসী বলেন, “পঞ্চায়েতে কাগজ জমা পড়েছে, হবে হবে করছে কিন্তু কবে হবে? দীর্ঘদিন ধরে এই অসুবিধা ভোগ করতে হচ্ছে।” স্থানীয় বাসিন্দা অবিনাশ মণ্ডল বলেন, “আমাদের এখানে গরিব সংখ্যক মানুষের সংখ্যা বেশি,প্রচুর মানুষ আবেদন করেছিলাম, সেখানে আমাদের এসেছে হাতে গোনা ঘর। আমরা জানতে চাই বাকি ঘরগুলো কবে হবে?”
পঞ্চায়েতের প্রধান সীমা সরদার জানান, পঞ্চায়েতের সব কটি সংসদ থেকেই প্রায় ৪০০ ঘরের জন্য আবেদন করা হয়েছিল।তার মধ্যে থেকে কেবলমাত্র দুটি সংসদ ঘর মিলেছে। ১২টা সংসদের কোনও কাগজ নেই। বিষয়টি বিধায়ক ও বিডিও-কে জানানো হয়েছে। বিষয়টি অনুসন্ধানের দাবি তুলেছেন তাঁরা।