Hooghly: হাতে স্যালাইনের চ্যানেল, হাসপাতাল থেকে বেরিয়ে পশু হাসপাতালের সামনে রোগী
Hooghly: হাসপাতাল থেকে বেরিয়ে পিন্টু দেবনাথ চুঁচুড়ার পশু হাসপাতালের সামনে রাস্তার পাশে শুয়ে ছিলেন।পায়ে হেঁটে হাসপাতালে ফেরার ক্ষমতা ছিল না তাঁর। স্থানীয় লোকজনের সহযোগিতায় পুনরায় হাসপাতালে নিয়ে গেলে দেখা যান।
হুগলি: হাসপাতাল থেকে বেরিয়ে পশু হাসপাতালের সামনে পড়েছিলেন। হাতে স্যালাইনের চ্যানেল দেখে স্থানীয় বাসিন্দারা বুঝতে পারেন রোগী হাসপাতাল থেকে পালিয়ে এসেছেন। স্থানীয় বাসিন্দারাই পুনরায় ভর্তি করলেন হাসপাতালে। শুক্রবার সকালে পিন্টু দেবনাথ নামে এক রোগী চুঁচুড়া ইমামবাড়া হাসপাতাল থেকে পালিয়ে যান। আদতে নবদ্বীপের বাসিন্দা পিন্টু ভাড়া থাকেন ব্যান্ডেল নলডাঙ্গায়। বুকে ব্যথা নিয়ে গত তিন দিন ধরে ভর্তি ছিলেন হাসপাতালে। সকালে খিদের জ্বালায় হাসপাতাল থেকে বেরিয়ে পরেন। পিন্টু দেবনাথ জানান, তাঁকে হাসপাতালের গেটে কেউ আটকাননি।
হাসপাতাল থেকে বেরিয়ে পিন্টু দেবনাথ চুঁচুড়ার পশু হাসপাতালের সামনে রাস্তার পাশে শুয়ে ছিলেন।পায়ে হেঁটে হাসপাতালে ফেরার ক্ষমতা ছিল না তাঁর। স্থানীয় লোকজনের সহযোগিতায় পুনরায় হাসপাতালে নিয়ে গেলে দেখা যান। তিনি যে বেডে ভর্তি ছিলেন সেটি অন্য রোগীর জন্য বরাদ্দ হয়ে গিয়েছে ততক্ষণে। পরে তাঁকে অপর একটি বেডে ভর্তি রাখা হয়।
হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, ওই রোগী একজন অ্যালকোহলিক পেসেন্ট। তিনি এর আগেও ভর্তি হয়েছেন আবার পালিয়ে গিয়েছেন।হাসপাতাল সুপার অমিতাভ মণ্ডল বলেন, “যাঁরা পিন্টু দেবনাথকে পুনরায় হাসপাতালে এনে ভর্তি করেছেন, তাঁদের ধন্যবাদ জানাই। রোগী যাতে সঠিক চিকিৎসা পেয়ে তাড়াতাড়ি বাড়ি ফিরতে পারেন, তাঁর ব্যবস্থা করা হবে।”
পশু হাসপাতালের সামনের এক ডাব বিক্রেতা জানান, সকাল নটার সময় এসে তিনি প্রথম দেখতে পান ওই ব্যক্তি পড়ে আছেন, হাতে তাঁর ইঞ্জেকশনের চ্যানেল করা। তখন তাঁর সন্দেহ হয়, যে সে হয়তো হাসপাতাল থেকে পালিয়ে এসেছেন।