Locket on Indranil: ইন্দ্রনীলের এত বড় বাড়ি, এত সম্পত্তি? লকেটের প্রশ্নে কী বলছে তৃণমূল

Locket Chatterjee: চন্দননগর বিধানসভায় একজন গায়ক আছেন। উনি তৃণমূলের গায়ক। মঞ্চে মঞ্চে গান গেয়ে বেড়াচ্ছেন। এই ভাষাতেই ইন্দ্রনীলকে আক্রমণ করেন লকেট চট্টোপাধ্যায়। জবাব দিয়েছে তৃণমূল নেতৃত্বও।

Locket on Indranil: ইন্দ্রনীলের এত বড় বাড়ি, এত সম্পত্তি? লকেটের প্রশ্নে কী বলছে তৃণমূল
ইন্দ্রনীলকে আক্রমণ লকেটেরImage Credit source: GFX- TV9 Bangla
Follow Us:
| Edited By: | Updated on: Mar 15, 2024 | 6:23 PM

হুগলি: রাজ্যের বিধায়ক তথা মন্ত্রী ইন্দ্রনীল সেনের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ লকেট চট্টোপাধ্যায়ের। ভোটের প্রচারে গিয়ে ইন্দ্রনীলের সম্পত্তি নিয়ে প্রশ্ন তুললেন হুগলির বিজেপি প্রার্থী। দুর্নীতির অভিযোগ তুলে এভাবে মন্ত্রীর বিরুদ্ধে সরব হওয়ায় আইনি ব্যবস্থার কথা বলছে তৃণমূল। ইন্দ্রনীল নিজে বলেছেন, এমন অভিযোগকে গুরুত্ব দিতে চান না তিনি। তবে ডেপুটি মেয়র বলেন, ‘আইনি ব্যবস্থা নেওয়া হবে।’

শুক্রবার লকেট চট্টোপাধ্যায় প্রচারে বেরিয়ে বলেন, “চন্দননগর বিধানসভায় একজন গায়ক আছেন। উনি তৃণমূলের গায়ক। মঞ্চে মঞ্চে গান গেয়ে বেড়াচ্ছেন। উনি দুর্নীতি করে বেড়ান, কাজ করেন না। সিঙ্গুরে মোহর নামে বাড়ি বানিয়েছেন। আমরাও খোঁজ নিচ্ছি, কোথা থেকে এত সোনার মোহর এল।”

লকেট প্রশ্ন তুলেছেন, ‘বিধায়ক এতো টাকা কোথা থেকে পান? সিবিআই-ইডির কাছে সব তথ্য রয়েছে। যখন তারা চন্দননগরের ঘরে ঘরে ঢুকবে, তখন বুঝতে পারবে।’

লকেটের বক্তব্যের প্রতিক্রিয়ায় ইন্দ্রনীল সেন বলেন, “বিরোধী দলের নেতা নেত্রীরা অনেক কিছুই বলবে। আমাদের কাজ হল গুরুত্ব না দিয়ে কাজ করে যাওয়া। তৃণমূলের নেতা-নেত্রীরা যে কী কাজ করছে, ব্যালট বক্সে আগেও আমরা প্রমাণ পেয়েছি, এবারও পাব।”

চন্দননগর পুরনিগমের ডেপুটি মেয়র মুন্না আগরওয়াল পাল্টা প্রশ্ন তোলেন, লকেট চট্টোপাধ্যায় পাঁচ বছর কোথায় ছিলেন? তাঁর দাবি, লকেটের বক্তব্য থেকে পরিষ্কার যে সিবিআই ও ইডি ওঁদের হাতেই আছে। তিনি আরও বলেন, “বাড়ি সবার আছে। কেউ রেল স্টেশনে থাকে না। নির্বাচনী হলফনামায় যে তথ্য আছে, সেখান থেকেই পরিষ্কার হিসেব পাওয়া যাবে চন্দননগর বিধায়কের সম্পত্তির। উনি যেভাবে আমাদের বিরুদ্ধে বলছেন তাতে অবশ্যই দলের সঙ্গে কথা বলে আইনি ব্যবস্থা নেব।”