Potato Farmers: অসময়ের বৃষ্টিতে মাথায় হাত আলু চাষিদের, কৃষি দফতরের আশা খনার বচন ফলবে!
Pandua Potato: যে জমিতে আলু গাছ বড় হয়েছে সেই জমির আলু ক্ষতির আশঙ্কা কম। কিন্তু যে জমিতে গাছ এখনও ছোটো সেই জমিতে জল জমে ক্ষতির সম্ভাবনা রয়েছে বলে মনে করছেন চাষিরা।পাণ্ডুয়া,মগরা,পোলবা, ধনিয়াখালি,সিঙ্গুর ও চণ্ডীতলায় ভাল বৃষ্টি হওয়ায় আলু জমিতে জল জমেছে।
হুগলি: ‘যদি বর্ষে মাঘের শেষ, ধন্য রাজার পূন্য দেশ’। এই বচনে ভরসা রাখছে কৃষি দফতর,তখন আশঙ্কায় হুগলির আলু চাষিরা। আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী, বৃষ্টি হচ্ছে রাজ্যে। হুগলিতে মঙ্গলবার ১২.৫৩ মিলিমিটার বৃষ্টি হয়েছে। আরও তিনদিন হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে।আর তাতেই আশঙ্কার মেঘ তৈরি হয়েছে আলু চাষে। জমিতে জল জমে যাওয়ার পাম্প চালিয়ে জল বের করছেন চাষিরা।
ডিসেম্বরের বৃষ্টিতে আলু চাষ কিছুটা পিছিয়ে যায়। হুগলি জেলায় গত বছর যেখানে আলু চাষ হয়েছিল ৯০ হাজার হেক্টর জমিতে।এবার এলাকা কিছুটা কমে হয়েছে ৮৬ হাজার ২২২ হেক্টর জমিতে। রাজ্যে ৪ লক্ষ ৬০ হাজার হেক্টর জমিতে আলু চাষ হয়।হুগলি থেকে সব থেকে বেশি আলু উৎপাদন হয়। সেই জেলাতেই আলু চাষে ক্ষতি হতে পারে বলে মনে করছেন চাষিরা।
যে জমিতে আলু গাছ বড় হয়েছে সেই জমির আলু ক্ষতির আশঙ্কা কম। কিন্তু যে জমিতে গাছ এখনও ছোটো সেই জমিতে জল জমে ক্ষতির সম্ভাবনা রয়েছে বলে মনে করছেন চাষিরা।পাণ্ডুয়া,মগরা,পোলবা, ধনিয়াখালি,সিঙ্গুর ও চণ্ডীতলায় ভাল বৃষ্টি হওয়ায় আলু জমিতে জল জমেছে। চাষিরা পাম্প চালিয়ে জমি থেকে জল বের করছে।
পাণ্ডুয়ার আলু চাষি উত্তম ক্ষেত্রপাল, আনন্দময় দে, দেবাশিস অধিকারী, রমজান মল্লিকদের বক্তব্য, জমিতে জল জমে আলু নষ্ট হয়ে যেতে পারে। আবহাওয়া এরকম থাকলে আলু বাঁচানো যাবে না। রোদ না উঠলে রোগ পোকার আক্রমণ হবে। আগের বৃষ্টির জন্য দুবার চাষ করতে হয়েছে। ফলন মার খেলে ক্ষতি হবে।
চাষিরা আশঙ্কায় থাকলেও খনার বচন ফলবে এই আশায় রয়েছে কৃষি দফতর। হুগলি জেলা কৃষি অতিরিক্ত অধিকর্তা প্রিয়লাল মৃধা বলেন, “মাঘ মাসের শেষে বৃষ্টি হলে তা চাষের পক্ষে ভাল। তবে আলুর ক্ষতি হবে কিনা তা এখনই স্পষ্ট নয়। রোগ পোকার আক্রমণ হচ্ছে কিনা সমস্যা আছে কিনা তা দেখছেন কৃষি আধিকারিকরা।চাষিরা জানে কী করতে হবে।” তাঁর বক্তব্য, আলু ছাড়া অন্য সব চাষে উপকারই হবে এই বৃষ্টি। আলুর ফলন যেমন হয়, তেমনই হবে বলে মনে করছে কৃষি দফতর। চাষিদের এখনই আশঙ্কিত না হওয়ার কথা বলছে কৃষি দফতর।