TMC vs BJP: ‘বাউন্ডারি’ হাঁকাতে চান কল্যাণ, ‘বোল্ড আউট’ করার চ্যালেঞ্জ প্রাক্তন জামাইয়ের

Kalyan vs Kabir Shankar: শ্রীরামপুর থেকে জয়ের হ্যাটট্রিক হাঁকানো তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় সোমবার সকালেই আত্মবিশ্বাসী মেজাজে বলেছেন, এবারও বাউন্ডারি হাঁকাবেন। আর এবার পাল্টা দিলেন তাঁর প্রাক্তন জামাই কবীরশঙ্কর। আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের প্রতি শ্রদ্ধার কথা জানালেও বিজেপি প্রার্থী পাল্টা চ্যালেঞ্জ দিয়ে রাখলেন, 'উনি এবার বোল্ড আউট হবেন।'

TMC vs BJP: 'বাউন্ডারি' হাঁকাতে চান কল্যাণ, 'বোল্ড আউট' করার চ্যালেঞ্জ প্রাক্তন জামাইয়ের
বিজেপির কবীরশঙ্কর ও তৃণমূলের কল্যাণImage Credit source: Facebook
Follow Us:
| Edited By: | Updated on: Mar 25, 2024 | 5:53 PM

শ্রীরামপুর: কে বুনো ওল আর কে বাঘা তেঁতুল? সে সব উত্তরের জন্য অপেক্ষা করতে হবে ভোট গণনা পর্যন্ত। তবে ভোট ময়দানে প্রাক্তন শ্বশুরকে এক ইঞ্চিও জমি বিনা যুদ্ধে ছাড়তে নারাজ শ্রীরামপুরের বিজেপি প্রার্থী কবীরশঙ্কর বসু। শ্রীরামপুর থেকে জয়ের হ্যাটট্রিক হাঁকানো তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় সোমবার সকালেই আত্মবিশ্বাসী মেজাজে বলেছেন, এবারও বাউন্ডারি হাঁকাবেন। আর এবার পাল্টা দিলেন তাঁর প্রাক্তন জামাই কবীরশঙ্কর। আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের প্রতি শ্রদ্ধার কথা জানালেও বিজেপি প্রার্থী পাল্টা চ্যালেঞ্জ দিয়ে রাখলেন, ‘উনি এবার বোল্ড আউট হবেন।’

ভোটে গরম বাংলায় রাজনীতির ঝাঁঝ বাড়ছে শ্রীরামপুরে। এখানে তৃণমূলের তিনবারের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে বিজেপি বাজি ধরেছে কল্যাণেরই প্রাক্তন জামাই কবীরশঙ্কর বসুর উপর। রবিবারই কবীরশঙ্করের প্রার্থীপদ ঘোষণা করেছে বিজেপি। আর তারপরই পুরোদমে আসরে নেমে পড়েছেন কবীরশঙ্কর। এদিন বিকেলে মাহেশে জগন্নাথ মন্দিরে পুজো দিয়ে জনসংযোগে নামলেন তিনি। আর এসবের মাঝেই প্রাক্তন শ্বশুরমশাই তথা তৃণমূলের বিদায়ী সাংসদের উদ্দেশেও চ্যালেঞ্জ ছুড়ে দিলেন। বললেন, ‘উনি বোল্ড আউট হবেন। ৪ জুন ব্যাগপত্র গুছিয়ে চলে যেতে হবে।’

কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তাঁর অতীতের সম্পর্কের কথার প্রসঙ্গ তুলতেই বিজেপি প্রার্থী বলেন, ‘সবারই একটা অতীত থাকে, বর্তমানও থাকে। ভবিষ্যৎও আছে। উনি একজন সিনিয়র আইনজীবী। আমিও একজন আইনজীবী। আইনজীবী হিসেবে আমি তাঁকে সম্মান করি। কিন্তু তিনি যে দলের প্রতিনিধি হয়ে এখানে ভোটে দাঁড়িয়েছেন, সেই দল দুর্নীতিতে ডুবে আছে। আজ তাদের এই বাংলায় মুখ রাখার জায়গা নেই।’ এরপরই কল্যাণের প্রাক্তন জামাইয়ের সংযোজন, ‘চোখে চোখ রেখে লড়াই হবে। তিনি তিন বারের সাংসদ হতে পারেন। কিন্তু তিনি তৈরি হয়ে যান, ৪ জুন ব্যাগ গুছিয়ে তাঁকে বিদায় করতে এখানকার মানুষ তৈরি আছেন। বাউন্ডারি নয়, উনি বোল্ড আউট হবেন।’