Hooghly: পুজোয় ইভটিজারদের শায়েস্তা করতে বিশেষ টিম, চন্দননগর জুড়ে সিসিটিভি-র কড়া প্রহরা পুলিশের

Chandannagr Police: পুজোর (Durga Pujo 2021) সময় অপরাধ ঠেকাতে একাধিক জায়গা থেকে লাইভ সিসি ক্যামেরায় নজরদারি চালাবে চন্দননগর পুলিশ (Chandannagar Police)। থাকছে ইভটিজারদের শায়েস্তা করতে স্পেশাল পুলিশ টিম।

Hooghly: পুজোয় ইভটিজারদের শায়েস্তা করতে বিশেষ টিম, চন্দননগর জুড়ে সিসিটিভি-র কড়া প্রহরা পুলিশের
নিজস্ব চিত্র।
Follow Us:
| Edited By: | Updated on: Oct 06, 2021 | 9:11 PM

হুগলি: পুজোর (Durga Pujo 2021) সময় অপরাধ ঠেকাতে একাধিক জায়গা থেকে লাইভ সিসি ক্যামেরায় নজরদারি চালাবে চন্দননগর পুলিশ (Chandannagar Police)। থাকছে ইভটিজারদের শায়েস্তা করতে স্পেশাল পুলিশ টিম। বুধবার পুজো গাইড প্রকাশ করে এমনই জানাল চন্দননগর পুলিশ কমিশনারেট।

মহালয়ার দিন পুজো গাইড ম্যাপ প্রকাশ করল চন্দননগর পুলিশ কমিশনারেট। বুধবার চুঁচুড়া রবীন্দ্র ভবনে পুলিশ কমিশনার অর্ণব ঘোষ দুর্গা পুজোর গাইড ম্যাপ প্রকাশ করেন। চুঁচুড়া, চন্দনগর ও ভদ্রেশ্বরের জন্য একটি এবং ডানকুনি শ্রীরামপুর উত্তরপাড়ার জন্য একটি পৃথক গাইড ম্যাপ প্রকাশ করেন তিনি। পুলিশ কমিশনার বলেন, পুজোর অনেক আগে থেকেই নাকা চেকিং-য়ে সাফল্য এসেছে। আগ্নেয়াস্ত্র, মাদক, ভুয়ো পরিচয় নিয়ে ঘোরা ব্যক্তিদের আটক অথবা গ্রেফতার করা হয়েছে। পুজোর সময় আরও কড়াকড়ি ব্যবস্থা আনছেন তাঁরা। তাঁর কথায়, প্রি পুজো অ্যারেঞ্জমন্ট অনেক আগেই শুরু হয়েছে। পুলিশ অ্যারেঞ্জমেন্টে থাকছেন বিভিন্ন পর্যায়ের অফিসার। প্রায় আটডজন এসইপি, ২২ জন ইন্সপেক্টর থাকছেন এই টিমে। তাছাড়া থাকছেন মোট ২০০ জন অফিসার, ৪০০ জন কনস্টেবল পদমর্যাদার কর্মী।

তিনি আরও জানান, লাইভ সিসিটিভি ফিডে নজরদারির ব্যবস্থা হয়েছে। লাইভ মুভমেন্ট নোটিশ করতে সার্ভিলেন্স ক্যামেরার ব্যবহার করা হবে এবার পুজোয়। এর ফলে সন্দেহজনক কিছু দেখলেই তৎক্ষণাৎ ব্যবস্থা নেওয়া যাবে। এর ফলে সম্ভাব্য অপরাধ দমন করা যাবে বলে মনে করছেন তাঁরা।

এছাড়া  পুজোর দিনগুলোতে ইভটিজিং আটকানোর জন্য স্পেশাল টিম রাখছে চন্দননগর পুলিশ। সিসিটিবি ক্যামেরা দেখে সংশ্লিষ্ট জায়গার পুলিশ টিমকে খবর দেওয়া হবে। নজরদারিতে সেন্ট্রাল কন্ট্রোল রুমে কর্মীসংখ্যা বাড়ানো হয়েছে। চাইন্ড কার্ড বিলি হবে বলে জানান পুলিশ অফিসার।

সব মিলিয়ে পুজোর কটা দিন কী কী ব্যবস্থা নিচ্ছে চন্দননগর পুলিশ কমিশনারেট? 

চন্দননগর পুলিশ কমিশনারেট এলাকার সাতটি থানার নিরাপত্তা রক্ষায় এসিপি পদমর্যাদার ৮ জন ইন্সপেক্টর ২২ জন সাব ইন্সপেক্টর, অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর ২০০ জন, কনস্টেবল ৩৮০ জন মোতায়েন থাকবে। দশ দিনের জন্য অতিরিক্ত হোমগার্ড নেওয়া হবে, যাঁরা যান নিয়ন্ত্রণ করবেন। এছাড়া কুইক রেসপন্সের জন্য ২৬ টি বাইক অপরিসর রাস্তায় বিভিন্ন থানা এলাকায় ঘুরবে। আগে যেখানে কোনও ঘটনা ঘটলে পুলিশ পৌঁছাতে দেরি হত, এখন বাইক দল সেখানে দ্রুত পৌঁছে যাবে। সাধারন মানুষ দর্শনার্থীরা পুলিশের হোয়াটসঅ্যাপ ৯০৭৩৩৯০০৪০ নম্বরে মেসেজ করে বা ছবি পাঠিয়ে এবং ল্যান্ড লাইন নম্বর- ০৩৩২৬৮০৪৭৩৯ ফোন করে অভিযোগ জানতে পারবেন।

কমিশনার জানান কোভিড বিধি মেনে পুজো করতে নির্দেশ দেওয়া হয়েছে পুজো কমিটি গুলোকে। উল্লেখ্য, চন্দননগর পুলিশ এলাকায় ১৪০০ পুজো হচ্ছে এবার।

আরও পড়ুন: Rose Valley : রোজ ভ্যালির ২৬.৯৮ কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করল ইডি