TMCP: সোশ্যাল করতে দিতে হবে, কলেজ ক্যাম্পাসেই বিক্ষোভ তৃণমূল ছাত্র পরিষদের

College Fest: কলেজের তৃণমূল ছাত্র পরিষদের তরফে জানানো হচ্ছে, ছাত্র-ছাত্রীরা তাঁদের কাছে জানতে চাইছে কবে বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান হবে। কিন্তু তাঁরা সেই প্রশ্নের কোনও উত্তর দিতে পারছেন না। তাঁদের বক্তব্য, দেওয়ালে পিঠ ঠেকে যাওয়ার জন্যই তাঁরা অধ্যক্ষের দ্বারস্থ হয়েছেন।

TMCP: সোশ্যাল করতে দিতে হবে, কলেজ ক্যাম্পাসেই বিক্ষোভ তৃণমূল ছাত্র পরিষদের
কলেজ ক্যাম্পাসে বিক্ষোভ তৃণমূল ছাত্র পরিষদেরImage Credit source: TV9 Bangla
Follow Us:
| Edited By: | Updated on: Jun 24, 2024 | 11:46 PM

মগড়া: কলেজে সোশ্যাল করতে দিতে হবে। এই দাবি নিয়েই এবার কলেজ চত্বরে বিক্ষোভ তৃণমূল ছাত্র পরিষদের। সোমবার দুপুরে এই দৃশ্যই ধরা পড়ল হুগলির মগড়া শ্রীগোপাল ব্যানার্জি কলেজে। অধ্যক্ষের ঘরের সামনে একপ্রকার ধরনায় বসে পড়েন কলেজের ছাত্র-ছাত্রীরা। হাতে পোস্টার নিয়ে কলেজ ক্যাম্পাসে বিক্ষোভ তৃণমূল ছাত্র পরিষদের সমর্থকদের। তাতে লেখা, জুলাই মাসের কলেজের বার্ষিক অনুষ্ঠান করাতে হবে। এমন আরও বিভিন্ন ধরনের পোস্টার হাতে বিক্ষোভে সামিল পড়ুয়ারা।

পড়ুয়াদের বক্তব্য, গত বছর থেকে কলেজে সোশ্যাল হয়নি। সোশ্যালের জন্য টাকা পড়ে রয়েছে, অথচ কলেজ কর্তৃপক্ষের থেকে অনুমতি না মেলার কারণে তা আয়োজন করা যাচ্ছে না। কলেজের তৃণমূল ছাত্র পরিষদের তরফে জানানো হচ্ছে, ছাত্র-ছাত্রীরা তাঁদের কাছে জানতে চাইছে কবে বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান হবে। কিন্তু তাঁরা সেই প্রশ্নের কোনও উত্তর দিতে পারছেন না। তাঁদের বক্তব্য, দেওয়ালে পিঠ ঠেকে যাওয়ার জন্যই তাঁরা অধ্যক্ষের দ্বারস্থ হয়েছেন। একাধিকবার অধ্যক্ষের সঙ্গে আলোচনায় বসার পরও কোনও ‘সুবিচার’ মেলেনি বলেই ক্ষোভ তৃণমূল ছাত্র পরিষদের।

বিষয়টি নিয়ে শ্রীগোপাল ব্যানার্জি কলেজের অধ্যক্ষ দেবাশিস মুখোপাধ্যায়ের কাছে জানতে চাওয়া হলে তিনি জানান, সোশ্যাল শীত কালে হয়। গত বছর ডিসেম্বরে ন্যাক (NAAC) ভিসিট হয়েছে, তাই করা যায়নি। এখন ভর্তির অনলাইন পোর্টাল খুলেছে তাই এখন ভর্তি প্রক্রিয়া চলাকালীন সোশ্যাল না করার পরামর্শ দিয়েছেন তিনি। অধ্যক্ষ আশ্বস্ত করে জানিয়েছেন, ‘আগের বারের টাকা গচ্ছিত রাখা আছে। আমি ছাত্রদের বলেছি, সেরকম মনে করলে দু’বছরের টাকা মিলিয়ে একসঙ্গে সোশ্যাল করতে। কিংবা নতুন ছাত্র ছাত্রীরা ভর্তি হয়ে গেলে, পুজোর আগেই নবীন বরণ আর সোশ্যাল একসঙ্গে করা যেতে পারে।’