Panchayat Elections 2023: বাঁকড়ায় পানীয় জলের সরবরাহ বন্ধের অভিযোগ তৃণমূল প্রার্থীর বিরুদ্ধে
Panchayat Elections 2023: হাওড়ার বাঁকড়ার ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের জমাদার পাড়া। সেখানে ইচ্ছাকৃতভাবে এলাকায় পানীয় জল বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠল তৃণমূল পঞ্চায়েত প্রার্থীর বিরুদ্ধে।
বাঁকড়া: ইদের দিন থেকে মিলছে না জল। যার জেরে নাওয়া-খাওয়া সমস্ত কিছুতেই চরম অসুবিধায় পড়েছেন এলাকাবাসী। কিন্তু কেন জল পাচ্ছেন না? তা নিয়ে একটু খোঁজ খবর নিতে গিয়ে দেখলেন তৃণমূল পঞ্চায়েতের প্রার্থী আনিরুল ইসলাম সর্দার নাকি এলাকার জল বন্ধ করে দিয়েছেন।
হাওড়ার বাঁকড়ার ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের জমাদার পাড়া। সেখানে ইচ্ছাকৃতভাবে এলাকায় পানীয় জল বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠল তৃণমূল পঞ্চায়েত প্রার্থীর বিরুদ্ধে। যা নিয়ে এলাকাবাসীদের সঙ্গে ওই প্রার্থীর অনুগামীদের হাতাহাতিও শুরু হয়েছে।
গ্রামবাসীদের অভিযোগ, তৃণমূলের গ্রাম পঞ্চায়েতের প্রার্থী আনিরুল ইসলাম সর্দার এই এলাকার একটা অংশের জল বন্ধ করে দিয়েছেন। যার জন্য অসুবিধায় পড়েছেন সকলে। আজহারউদ্দিন মণ্ডল নামে এক এলাকাবাসী বলেন, আমরা ইদের দিন থেকে জল পাচ্ছি না। সরকারি প্রকল্পের জল কেন বন্ধ করা হবে? তিনি আরও বলেন, “নিজের এলাকায় বেশি জল দেওয়ার জন্য পাশের এলাকায় জল বন্ধ করে দিয়েছেন।” গ্রামবাসীদের দাবি, সবাইকে জল দিতে হবে।
যদিও, আনিরুল ইসলাম মল্লিক তাঁর বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ অস্বীকার করে বলেন, “চক্রান্ত করে কেউ এই কাজ করেছে। স্থানীয় মানুষজন যাতে জল পায় তার জন্য আমি চেষ্টা করে এসেছি । আসলে পানীয় জল সরবরাহ স্বাভাবিক হলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।”