Howrah Accident: বেপরোয়া গতির জের! পথচারির গায়ে উল্টে গেল লরি, উদ্ধারের পরেও শেষ রক্ষা হল না!

Howrah: রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলেন ওই ব্যক্তি।

Howrah Accident: বেপরোয়া গতির জের! পথচারির গায়ে উল্টে গেল লরি, উদ্ধারের পরেও শেষ রক্ষা হল না!
লরি উল্টে মৃত্যু পথচারীর (নিজস্ব ছবি)
Follow Us:
| Edited By: | Updated on: Dec 18, 2021 | 7:21 PM

হাওড়া: নবান্নর সামনে বড়সড় দুর্ঘটনা। দ্বিতীয় হুগলি সেতুর কাছে উল্টে গেল লরি। নিয়ন্ত্রণ হারিয়েই উল্টে যায় ছাই বোঝাই লরিটি। তখনই লরির নীচে চাপা পড়ে যান এক ব্য়ক্তি। মত্যু হয় তাঁর।

আজ বিকেল পাঁচটা নাগাদ দুর্ঘটনাটি ঘটে। সাঁতরাগাছি থেকে কলকাতা যাওয়ার সময় অ্যাপ্রোচ রোডে কাছে ছাই ভর্তি ওই লরিটি উল্টে যায়। জানা গিয়েছে ওই লরিটি সাঁতরাগাছি থেকে কলকাতার দিকে যাচ্ছিল।

এরপরই নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায় সেটি। সেই সময় ওই রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলেন এক পথচারি। লরিটি উল্টে গিয়ে সোজা তাঁর ঘাড়ের উপর পড়ে। লরির নীচে চাপা পড়ে যান তিনি। দীর্ঘক্ষণ আটকে থাকেন সেখানে।

ঘটনাস্থানে পৌঁছায় পুলিশ। লরির নীচে চাপা পড়া ব্যক্তিকে বাইরে নিয়ে আনার জন্য শুরু হয় তৎপরতা। পুলিশ তখনও পর্যন্ত লক্ষ্য করে যে ওই ব্যক্তি শ্বাস-প্রশ্বাস চলেছে। ঘটনাস্থানে এসে পৌঁছায় অ্যাম্বুলেন্স। লরির নীচে চাপা পড়ে ব্যক্তিকে দেওয়া হয় অক্সিজেন। পাশাপাশি তাঁকে উদ্ধারের চেষ্টা চালাতে থাকেন পুলিশকর্মীরা।

এরপর সকলের সহায়তায় প্রায় দু’ঘণ্টা পর বের করা হয় ওই পথচারীকে। তৎক্ষনাত তাঁকে নিয়ে যাওয়া হয় হাওড়া হাসপাতালে। কিন্তু শেষ রক্ষা হয় না। চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। মৃত ওই ব্যক্তির নাম, পরিচয় এখনও জানা যায়নি। ঠিক কী কারণে মৃত্যু তা ময়নাতদন্তের পর জানা যাবে। কিন্তু প্রাথমিকভাবে চিকিৎসকদের অনুমান দীর্ঘক্ষণ চাপা পড়ে থাকায় দমবন্ধ হয়ে তাঁর মৃত্যু হয়েছে।

এই ঘটনা নবান্নের ঠিক সামনেই হওয়াতে যান চলাচল বন্ধ করে দেওয়া হয় অ্যাপ্রোচ রোডে। তার পরিবর্তে গাড়িগুলিকে অন্য রাস্তা দিয়ে চালানোর ব্যবস্থা করা হয়। দীর্ঘ প্রায় দু’ঘণ্টায় তিনটি উচ্চ-হাইড্রলিক ক্রেনের চেষ্টায় লরিটিকে তোলার চেষ্টা করে ওই পথচারীকে বের করে নিয়ে আসা হয়। বর্তমানে যান চলাচল স্বাভাবিক রয়েছে। তবে ওই লরির চালক ও খালাসি পলাতক।

আরও পড়ুন: Kolkata Municipal Corporation Election 2021: কলকাতা পুরভোটে অশান্তি হলেই রাজ্যজুড়ে বিক্ষোভ দেখাবে বিজেপি, বিধায়কদের তৈরি থাকার নির্দেশ শুভেন্দুর

আরও পড়ুন: Fire Brokeout: চলন্ত ডাম্পারে আগুন, নেভাতে গিয়ে ঝলসে যাওয়া চালকের ছোটাছুটি রাস্তায়