জানা যাচ্ছে, অভিনেত্রী ও তাঁর স্বামী মঙ্গলবার সকালে ঝাড়খণ্ড থেকে কলকাতায় আসছিলেন। ১৬ নম্বর জাতীয় সড়কে ঝাড়খণ্ড থেকে বাংলায় ঢোকার পরেই ঘটনাটি ঘটেছে। অভিনেত্রীর স্বামীর বয়ান অনুযায়ী, বাগনানের মহিষরেখা ব্রিজের ওপর গাড়ি দাঁড় করিয়ে প্রাতঃকৃত করতে গিয়েছিলেন। গাড়িতে তাঁর স্ত্রী ও কন্যা ছিল। তিন যুবক আগ্নেয়াস্ত্র হাতে গাড়ি ঘিরে ধরে। ইশার সঙ্গে থাকা টাকা ও গয়না ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেন। তাতে বাধা দেওয়ায় চেষ্টা করায় পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে ইশাকে গুলি করা হয় বলে অভিযোগ।