Video: রাস্তায় বন্ধুর সঙ্গে আড্ডা দিচ্ছিলেন হাইকোর্টের আইনজীবী, আচমকা এলোপাথাড়ি কোপ!

Howrah: মঙ্গলবার সকালে সাড়ে এগারোটা নাগাদ নিজের বাড়ির কাছেই  সহকারী ও বন্ধু মহম্মদ ইমতিয়াজের সঙ্গে দাঁড়িয়ে গল্প করছিলেন আইনজীবী তনভীর আলম। সেইসময় আচমকা জনাতিনেক দুষ্কৃতী ছুটে ধারাল অস্ত্র নিয়ে ছুটে আসে

Video: রাস্তায় বন্ধুর সঙ্গে আড্ডা দিচ্ছিলেন হাইকোর্টের আইনজীবী, আচমকা এলোপাথাড়ি কোপ!
আক্রান্ত তনভীর আলম, নিজস্ব চিত্র
Follow Us:
| Edited By: | Updated on: Oct 26, 2021 | 6:44 PM

হাওড়া: দিনেদুপুরে প্রকাশ্যে কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) আইনজীবীকে খুনের চেষ্টার অভিযোগ। ধারাল অস্ত্র দিয়ে কোপানোর (Attempt to Murder) অভিযোগ উঠল ৩ দুষ্কৃতীর বিরুদ্ধে।  ঘটনার তদন্তে শিবপুর থানার পুলিশ। ইতিমধ্যেই দুই দুষ্কৃতীকে আটক করেছে পুলিশ।

ঠিক কী হয়েছিল? জানা গিয়েছে, মঙ্গলবার সকালে সাড়ে এগারোটা নাগাদ নিজের বাড়ির কাছেই  সহকারী ও বন্ধু মহম্মদ ইমতিয়াজের সঙ্গে দাঁড়িয়ে গল্প করছিলেন আইনজীবী তনভীর আলম। সেইসময় আচমকা জনাতিনেক দুষ্কৃতী ছুটে ধারাল অস্ত্র নিয়ে ছুটে আসে। তারপর অস্ত্র দিয়েই এলোপাথাড়ি কোপাতে থাকে বলে অভিযোগ। ওই আইনজীবী বাধা দিতে গিয়েও পারেননি। তাঁর সহকারীকেও ছাড়েনি দুষ্কৃতীরা। মহম্মদের উপরেও হামলা চালায় তারা।

অভিযোগ, ধারাল অস্ত্র দিয়ে কোপানোর জেরে ওই আইনজীবীর পিঠে ও বাম হাতে গভীর ক্ষত সৃষ্টি হয়েছে। এছাড়াও শরীরের অন্যান্য অংশে আঘাত লেগেছে। শুধু তাই নয়, গুরুতর জখম হয়েছেন মহম্মদও। তাঁদের দুজনকেই আন্দুলের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। চিকিত্‍সকেরা জানিয়েছেন খুব কাছ থেকে ধারাল অস্ত্র দিয়ে এলোপাথাড়ি কোপানোর জেরে গভীর ক্ষত তৈরি হয়েছে। প্রয়োজনে অস্ত্রোপচারও করতে হতে পারে। তবে, কে বা কারা হামলা করেছে তা এখনও স্পষ্ট করে বলতে পারেননি ওই আইনজীবী।

স্থানীয় ও আহত আইনজীবী তনভীরের পরিবারের তরফে জানা গিয়েছে, শিবপুর থানা এলাকায় দীর্ঘদিন ধরেই বেআইনি প্রোমোটিংরাজ ও দুষ্কৃতীদের দৌরাত্ম্য বেড়েই চলেছে। বারবার পুলিশকে জানিয়েও কোনও লাভ হয়নি। সম্প্রতি, তনভীর, বেআইনি প্রোমোটিং সংক্রান্ত একটি মামলা নিয়ে  কাজ করছিলেন। সেই প্রোমোটিং নিয়ে বিবাদের জেরেই এই হামলা বলে অভিযোগ জখম আইনজীবীর পরিবারের। ইতিমধ্যেই, শিবপুর থানায় এই হামলার ঘটনা জানিয়ে একটি লিখিত অভিযোগ দায়ের করেছে আইনজীবীর পরিবার।

গোটা ঘটনা তদন্ত করে দেখছে শিবপুর থানার পুলিশ। ইতিমধ্য়েই চাঁদ ও গোপী নামে দুই দুষ্কৃতীকে আটক করেছে পুলিশ।  ঘটনাস্থলে পুলিশের পাশাপাশি নেমেছে র‌্যাফও। গোটা এলাকার সিসিটিভি ক্যামরার ছবি খতিয়ে দেখা হচ্ছে।

দেখুন ভিডিয়ো:

আরও পড়ুন: Post Poll Violence: ফের কাঁকুড়গাছিতে অভিজিত্‍-হত্যা মামলায় তল্লাশি সিবিআইয়ের, পলাতক ৪ অভিযুক্ত

আরও পড়ুন: Video: অরক্ষিত মুখে ঘুরছিলেন তৃণমূল নেতা, ধমক দিয়ে মাস্ক পরালেন থানার বড়বাবু!

আরও পড়ুন: TMC: পদ একটাই, দাবিদার দুই, পোস্টারেই কোন্দলে শান তৃণমূলের!