Howrah Attack: মদ খাওয়ার প্রতিবাদ করায় বেধড়ক মার প্রতিবাদীকে

West Bengal: ওই ব্যক্তি পেশায় একজন নাচের শিক্ষক।

Howrah Attack: মদ খাওয়ার প্রতিবাদ করায় বেধড়ক মার প্রতিবাদীকে
মদ খাওয়ার প্রতিবাদ করায় হাওড়ায় আক্রান্ত প্রতিবাদী (নিজস্ব ছবি)
Follow Us:
| Edited By: | Updated on: Jan 08, 2022 | 8:46 PM

হাওড়া: দীর্ঘদিন ধরেই চলত মদ, গাঁজার আসর। বারণ করা সত্ত্বেও কোনও হেলদোল নেই। এরপর বাধ্য হয়ে গতকাল পুরো বিষয়টির তীব্র প্রতিবাদ করেন এক যুবক। আর তার ফল স্বরূপ কী হল? প্রাণনাশের হুমকি পেতে হল মদ্যপদের কাছ থেকে। এখানেই শেষ নয় প্রতিবাদ করায় রীতিমত মারধর করা হল ওই যুবককে।

ঘটনাস্থান গোলাবাড়ি থানা এলাকার সনাতন মিস্ত্রী লেন। সেখানেই মদ-গাঁজা খাওয়ার আসর বসত বলে জানা গিয়েছে। দীর্ঘদিন ধরে একই ঘটনা চলায় এর প্রতিবাদ করেছিলেন সন্দীপ জয়সওয়াল নামে এক ব্যক্তি। সন্দীপ বাবু পেশায় নাচের শিক্ষক।

গত রাতে ফের ঝামেলা বাধে মদ্যপদের সঙ্গে তাঁর। এরপর আজ সকালে অভিযুক্তরা চড়াও হয় সন্দীপের উপর। তাঁকে রড লাঠি ও টিউবলাইট দিয়ে বেধড়ক মারধর করা হয় বলে অভিযোগ। রক্তাক্ত অবস্থায় সন্দীপ জয়সওয়ালকে হাওড়া জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয় চিকিৎসার জন্য। তার মাথায় সেলাই হয়েছে।

সন্দীপ বাবু জানিয়েছেন, মদ্যপ অবস্থায় এলাকায় তাণ্ডব করেন বেশ কিছু যুবক। তিনি আগেও এর প্রতিবাদ করেছেন। সেই নিয়ে বচসাও হয়। একই ভাবে গতকাল রাতেও তিনি প্রতিবাদ করেন। তারপরই শনিবার সকালে তাঁর ওপর দলবেঁধে চড়াও হয় সেই যুবকরা। এরপর হামলা চালানো হয়। এমনকী বাড়িতে বোম মেরে উড়িয়ে দেওয়া এবং গুলি করে প্রাণে মেরে ফেলারও হুমকি দিয়েছে অভিযুক্তরা। বলেন, “ওরা আমার পাশের বাড়ির ছেলে। গতকাল রাতেও মদ খেয়ে তাণ্ডব চালাচ্ছিল। আজ সকালে যখন ঘুম থেকে উঠে মায়ের জন্য ওষুধ কিনে নিয়ে আসছিলাম সেই সময় হঠাৎ ওরা আমায় দেখে টোন কাটতে শুরু করে। আমি বারণ করি। বুঝিয়ে বলি। ওরা কোনও কথাই কানে তোলে না।”

গোটা ঘটনায় আতঙ্কিত পরিবার। গোলাবাড়ি থানায় অভিযোগ দায়ের হয়েছে। তদন্ত শুরু করেছে পুলিশ।অভিযুক্তদের গ্রেফতার করা হবে বলে আশ্বাস পুলিশের।

এদিকে, রাজ্যে বেড়েছে সংক্রমণ। তারপরও হুঁশ নেই কিছু ব্যক্তির। এখনও মদ, গাঁজায় ডুবে রয়েছেন তাঁরা।আর এই ঘটনায় প্রতিবাদ করতেই মার খেতে হল ওই প্রতিবাদীকে।

আরও পড়ুন: Acid Attack: সম্পর্ক থেকে বেরোতে চাওয়ায় ‘শাস্তি’! শিক্ষা দিতে মহিলার মুখে অ্যাসিড ছু়ড়ল যুবক