Howrah: ফ্ল্যাট নিয়ে বিবাদ, প্রোমোটারের বিরুদ্ধে মূক বালককে আটকে রাখার অভিযোগ

Howrah: মূল ঘটনার সূত্রপাত বছর পাঁচেক আগে। ওই সময় কাছারিবাড়ি এলাকার বাসিন্দা ধনঞ্জয় প্রামানিক এবং অন্য একজন শরিক তাঁদের মালিকানাধীন জমিতে স্থানীয় এক প্রোমোটারকে আবাসন তৈরি করতে দেন। কিন্তু তারপরেই প্রোমোটারের বিরুদ্ধে চুক্তিভঙ্গের অভিযোগ উঠেছে।

Howrah: ফ্ল্যাট নিয়ে বিবাদ, প্রোমোটারের বিরুদ্ধে মূক বালককে আটকে রাখার অভিযোগ
Follow Us:
| Edited By: | Updated on: Sep 20, 2022 | 8:18 PM

ডোমজুড়: ফ্ল্যাটের দখল নিয়ে বিবাদ চলছিল দীর্ঘদিন থেকে। কিন্তু, সেই বিবাদের রেশ গিয়ে পড়ল বাড়ির শিশুর উপর। অভিযোগ, পরিবারের সদস্যদের উপর রাগের কারণে দীর্ঘক্ষণ ঘরে আটতে রাখা হয় প্রতিবন্ধী শিশুকে। এ ঘটনাতেই ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে হাওড়ার (Howrah) ডোমজুড়ের কাছারিবাড়ি এলাকায়। এ ঘটনায় ইতিমধ্যেই পুলিশে (Police) অভিযোগ দায়ের করেছেন ওই মুক-বধির শিশুর ( Handicapped Child) পরিবারের সদস্যরা। ইতিমধ্যেই পুলিশ সিন্টু মণ্ডল নামে এক ফ্ল্যাটের মালিককে গ্রেফতার করেছে বলে খবর।

সূত্রের খবর, মূল ঘটনার সূত্রপাত বছর পাঁচেক আগে। ওই সময় কাছারিবাড়ি এলাকার বাসিন্দা ধনঞ্জয় প্রামানিক এবং অন্য একজন শরিক তাঁদের মালিকানাধীন জমিতে স্থানীয় এক প্রোমোটারকে আবাসন তৈরি করতে দেন। কথা ছিল, জমির বিনিয়মে দেওয়া হবে ফ্ল্যাট। অভিযোগ, চুক্তি যা হয়েছিল তা ছাড়াও পরবর্তীতে নিয়ম বর্হিভূতভাবে ওই আবাসনে আরও একটি তল নির্মাণ করেন প্রমোটার সিন্টু মণ্ডল। যা নিয়ে ধনঞ্জয়বাবুর সঙ্গে তাঁর ঝামেলাও বাঁধে। অভিযোগ, মঙ্গলবার সকাল ১১টা নাগাদ ধনঞ্জয় প্রামাণিকের স্ত্রী মামনি প্রামাণিক স্কুল ফেরত মেয়েকে নিতে আবাসনের নীচে এলে সেই সুযোগ কাজে লাগায় সিন্টু। আচমকা তাঁদের ৯ বছরের প্রতিবন্ধী ছেলেকে ঘরে আটকে রাখা। ধনঞ্জয় বাবুর স্ত্রী ফিরে এসে দেখেন তাঁর ঘরের তালাবন্ধ। তিন তলার বারান্দায় বিপজ্জনক অবস্থায় দাঁড়িয়ে মানসিক প্রতিবন্ধী ছেলে। 

ডোমজুড় থানায় লিখিত অভিযোগ দায়ের করেন ধনঞ্জয়বাবু। সূত্রের খবর, এ ঘটনার প্রায় ৩ ঘণ্টা পরে মিস্ত্রি ডেকে দরজা ভেঙে ওই শিশুকে উদ্ধার করে পুলিশ। ঘটনা প্রসঙ্গে মামনি প্রামানিক বলেন, “আমার বাচ্চাকে ভিতরে দেখে তালা দিয়ে চলে যায়। বাচ্চাটা ১০টা ৪০ থেকে তালাবন্ধ ছিল। ও কথা বলতে পারে না। পুলিশে এফআইআর করা হয়েছে। প্রোমোটার এখন আমাদের সব ছেড়ে দিয়ে চলে যেতে বলছি। আমরা জমি দিয়েছি। তারপরেও আমাদের সঙ্গে এই ব্যবহার করছে।”