Howrah Oil Company: খাবার তেলে এ কী মেশানো হয়! দেখেই চক্ষু চড়কগাছ দুঁদে তদন্তকারীদের…

Howrah Oil Company: ইবি সূত্রে জানা গিয়েছে, দীর্ঘদিন ধরেই অন্য একটি কোম্পানির ভোজ্য তেল সেখানে নিয়ে এসে চলত ভেজাল মেশানোর কাজ।

Howrah Oil Company: খাবার তেলে এ কী মেশানো হয়! দেখেই চক্ষু চড়কগাছ দুঁদে তদন্তকারীদের...
হাওড়ায় ভেজাল তেলের কারখানায় ইবি-র হানা (নিজস্ব চিত্র)
Follow Us:
| Edited By: | Updated on: Feb 07, 2022 | 4:37 PM

হাওড়া: হাওড়ার ভেজাল তেলের কারখানায় হানা দিল এনফোর্সমেন্ট ব্রাঞ্চ। সোমবার দুপুরে ডোমজুড় থানার জালান কমপ্লেক্সের এক নম্বর গেটের নয় নম্বর গলিতে এক তেল প্রস্তুতকারি সংস্থার কারখানায় হানা দেয় ইবি কর্তারা। উদ্ধার হয় বিপুল পরিমাণ ভেজাল ভোজ্য তেল। ঘটনায় ইতিমধ্যেই আটক করা হয়েছে কারখানার জনা কয়েক কর্মচারীকে। ইবি সূত্রে জানা গিয়েছে, দীর্ঘদিন ধরেই অন্য একটি কোম্পানির ভোজ্য তেল সেখানে নিয়ে এসে চলত ভেজাল মেশানোর কাজ। এরপর সেই তেল নিজেদের সংস্থার ব্র্যান্ডিংয়ে পৌঁছে দেওয়া হত কলকাতা ও সংলগ্ন জেলাগুলির বাজারে। গোপন সূত্রে সেই খবর আসে ইবি কর্তাদের কাছে। এরপরই এদিন দুপুরে তাঁরা হানা দেন ওই কারখানায়।

লক্ষাধিক টাকার ভোজ্য তেলের প্যাকেট উদ্ধার করেন তাঁরা। কোথা থেকে ওই তেল নিয়ে আসা হত এবং তাতে কী ধরনের ভেজাল মেশানো হত, এই প্রশ্নের উত্তর খুঁজতে তদন্ত শুরু করেছেন গোয়েন্দা কর্তারা। পাশাপাশি কলকাতার বাজারে কীভাবে বিক্রি করা হত সেই তেল, তাও খতিয়ে দেখছেন তাঁরা। ধৃত কর্মচারীদের জিজ্ঞাসাবাদ করে কারখানাটির মালিকের খোঁজ চালাচ্ছেন তদন্তকারীরা।

ইবি কর্তা বলেন, “আমাদের কাছে কিছুদিন আগে একটা ইনফরমেশন আসে। সরষের তেলের সঙ্গে রাইস ব্যান্ড ওয়েল মিশিয়ে বিক্রি হচ্ছে। চেতলা এলাকায় হচ্ছে। সেই মতো ১৮/১১ তে আমরা রেড করি। সেখানে কিছু টিন আমরা সিজ করি। ১ নম্বর মাস্টার্ড ওয়েল লেখা টিন সিজ করি। সেগুলি ল্যাবে পাঠানো হয়। পরীক্ষার করে দেখা যায়, সরষের তেলের সঙ্গে রাইস ব্র্যান্ড ওয়েলে মেশানো হয়। মানুষকে ঠকানো হচ্ছে।”

ইবি কর্তা বলেন, “আমরা চেতলা থানায় অভিযোগ করি। ওখানে উত্তম আগরওয়াল, তেলের কলের মালিকের কাছ থেকে জানতে পারি নরেন্দ্রপুরে বাসিন্দা ধর্মেন্দ্র আগরওয়ালের ডিকে এন্টারপ্রাইজ থেকে মাল কিনেছিলেন। ফেব্রুয়ারির ১ তারিখে যাই। ধর্মেন্দ্র আগরওয়ালকে জিজ্ঞাসাবাদ করি। ওখান থেকে কিছু টিন সিজ করেছি। আউতি ব্র্যান্ডের টিন পাওয়া যায়।”

কিছুদিন আগেই খান্নায় ভেজাল সরষের তেলের কারখানার হদিশ পান তদন্তকারীরা। ২৪৩/বি এ পি সি রোডের একটি ভোজ্য তেলের কারখানাতে হানা দেন তদন্তকারীরা। সেই সময় রীতিমতো সরষের তেলের সঙ্গে রাইস ব্র্যান্ড তেল ও অন্যান্য কিছু মিশিয়ে চলছিল ভেজাল তেল তৈরির কারবার। হাতেনাতে ধরে ফেলেন তদন্তকারীরা।

ওই কারখানার মালিক দেবাশিস সাধুকে গ্রেফতার করা হয়। জেরায় তিনি স্বীকার করেছেন,  সরষের তেলের সঙ্গে রাইস ব্র্যান্ড অয়েল কিংবা অন্যান্য তেল মেশানো হয়। তদন্তকারীরা জানাচ্ছেন, কলকাতা শহরে ভেজাল তেলের এই ধরনের কারখানা প্রচুর আছে। কিন্তু অসাধু ব্যবসায়ীদের ধরাটাই চাপের। কারণ তাঁরা সাধারণত রাতেই কারসাজিটা করে ফেলেন। তেলের সঙ্গে মিশিয়ে দেন ভেজাল কিছু।

বাংলা টেলিভিশনে প্রথমবার, দেখুন TV9 বাঙালিয়ানা 

বাংলা টেলিভিশনে প্রথমবার, দেখুন TV9 বাঙালিয়ানা 

বাংলা টেলিভিশনে প্রথমবার, দেখুন TV9 বাঙালিয়ানা 

বাংলা টেলিভিশনে প্রথমবার, দেখুন TV9 বাঙালিয়ানা