Jharkhand MLAs: মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করতে চান জামিনে মুক্ত ঝাড়খণ্ডের বিধায়করা
Howrah : সংশোধনাগার থেকে বেরিয়ে বিধায়কদের বক্তব্য, তাঁরা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করবেন। মুখ্যমন্ত্রীর থেকে জানতে চাইবেন, কারা তাঁকে ভুল বুঝিয়েছিলেন।
হাওড়া : হাওড়ার পাঁচলায় গাড়িতে থেকে টাকা পাওয়ার ঘটনায় গ্রেফতার ঝাড়খণ্ডের (Jharkhand) জামতাড়ার বিধায়ক ইরফান আনসারি আগেই ছাড়া পেয়েছিলেন জামিনে। সোমবার হাওড়া জেলা সংশোধনাগার (Howrah Correctional Home) থেকে ছাড়া পেলেন ঝাড়খণ্ডের আরও দুই বিধায়ক রাজেশ কাশ্যপ ও নমন দিক্সল। এদিন হাওড়া সংশোধনাগারের বাইরে রাজেশ ও নমনের জন্য অপেক্ষা করছিলেন ইরফান আনসারি। সঙ্গে ছিলেন অন্যান্যরাও। দুই বিধায়ক সংশোধনাগার থেকে বেরোতেই তাঁদের ফুলের মালা পরিয়ে দেন অনুগামীরা। সংশোধনাগার থেকে বেরিয়ে বিধায়কদের বক্তব্য, তাঁরা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করবেন। মুখ্যমন্ত্রীর থেকে জানতে চাইবেন, কারা তাঁকে ভুল বুঝিয়েছিলেন।
বিধায়করা জানান, “দিদিকে কেউ ভুল বুঝিয়েছিলেন। করোনার সময়ে আমরা দিদিকে অনেক সাহায্য করেছিলাম। আমাদের এখানে পশ্চিমবঙ্গ থেকে অনেক লোক গিয়েছিলেন। আমরা তাঁদের সাহায্য করেছিলাম। আমরা দিদির সঙ্গে দেখা করব এবং জানতে চাইব দিদিকে আমাদের বিষয়ে কারা ভুল বুঝিয়েছেন এবং কেন। আমরা এর পর্দাফাঁস করব।” তাঁরা আরও বলেন, “এটি একটি বড় রাজনৈতিক চক্রান্ত।” তাঁদের বক্তব্য, গত ৯ অগস্ট ঝাড়খণ্ডের আদিবাসী উৎসবের জন্য শাড়ি, ফুটবল জার্সি এবং ফুটবল বিতরণের জন্য তাঁরা কলকাতার বাজারে কিনতে গিয়েছিলেন। আর কোনও উদ্দেশ্য ছিল না বলেই দাবি বিধায়কদের।
প্রসঙ্গত, কিছুদিন আগে হাওড়া জেলার পাঁচলা থানা এলাকা থেকে একটি কালো রঙের গাড়ি থেকে উদ্ধার করা হয়েছিল প্রচুর পরিমাণ নগদ টাকা। গাড়ির সামনে এমএলএ স্টিকারও সাঁটানো ছিল। গাড়িতে ছিলেন ঝাড়খণ্ডের তিন বিধায়ক। সেই টাকার উৎস কী, কেন নিয়ে যাওয়া হচ্ছিল, সেই নিয়ে পুলিশি প্রশ্নের কোনও সন্তোষজনক উত্তর সেই সময় দিতে পারেননি বিধায়করা। এরপরই তাঁদের প্রথমে আটক করা হয়, পরে গ্রেফতার হন। ঘটনার তদন্তভার যায় সিআইডির হাতে। তবে আপাতত জামিনে মুক্তি পেয়েছেন ঝাড়খণ্ডের ওই তিন কংগ্রেস বিধায়ক। আর জামিনে মুক্তির পরই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করতে চান বিধায়করা।