TMC: দুর্নীতির অভিযোগ তুলে তৃণমূল ছেড়ে গেরুয়া পতাকা হাতে তুলে নিলেন ২০০ সংখ্যালঘু সেলের কর্মী
Uluberia: রবিবার এই যোগদান পর্ব চলে। দলবদল করা এই সকল মানুষজনের বক্তব্য তৃণমূল কোনও কাজ করতে পারছে না।
উলুবেড়িয়া: দুয়ারে কড়া নাড়ছে পঞ্চায়েত ভোট। ধীরে ধীরে ঘর গোছাচ্ছে সমস্ত রাজনৈতিক দল। শাসকদল তৃণমূল থেকে বিজেপি বাদ পড়ছে না কেউই। জেলায়-জেলায় বিভিন্ন কর্মসূচিতে ব্যস্ত তাঁরা। এমন আবহে এবার উলোট পুরান হাওড়ার উলুবেড়িয়ায়। সেখানে তৃণমূল ছেড়ে বিজেপি-তে যোগদান করলেন দেড় থেকে দুশো জন সংখ্যালঘু সেলের জনগণ।
রবিবার এই যোগদান পর্ব চলে। দলবদল করা এই সকল মানুষজনের বক্তব্য তৃণমূল কোনও কাজ করতে পারছে না। লাগাতার দুর্নীতি করছে তৃণমূল। আবাস প্লাস যোজনা ও একশো দিনের কাজের দুর্নীতি রোখার চেষ্টা করেছেন তাঁরা। একাধিকবার প্রতিবাদও করেছেন। কিন্তু কেউ কথা শোনেনি। সেই কারণেই বিজেপি-তে যোগাদন।
এ দিন, বিজেপি সংখ্যালঘুর মোর্চার সম্পাদক ও হাওড়া গ্রামীণ জেলার সভাপতি হাত থেকে পদ্মপতাকা হাতে তুলে নেন তাঁরা। যোগদানকারী এক ব্যক্তি বলেন, “কেউ যদি ভাল কাজ করতে চায় তাঁকে চেপে দেওয়া হয়। যাতে সে সেই কাজ করতে না পারে। এমনকী টাকা দিয়ে মানুষকে ঘর দেওয়া হচ্ছে। সেই কারণে তৃণমূলে ছেড়ে বিজেপিতে যোগদান করলাম।” এই বিষয়ে হাওড়ার গ্রামীণ জেলার তৃণমূল নেতা দেবাশীস বন্দ্যোপাধ্যায় বলেন, “ওরা সকলে প্রার্থী হওয়ার গিয়েছে। তবে সাধারণ মানুষ ওদের জামানত জব্দ করে দেবেন।” অপরদিকে, বিজেপি সভাপতি অরুণদয় পাল চৌধুরি বলেন, “এ রাজ্যে যতদিন যাচ্ছে তত চোরের দল বেড়ে যাচ্ছে। সেই কারণে মানুষ নিজেদের ভুল ভেঙে এখন মোদীজির উন্নয়নে সামিল হতে।”