Howrah Chaos: নেশামুক্তি কেন্দ্রের আড়ালে চলছিল মধুচক্র, মালিকের স্ত্রীর অভিযোগে আলোর মতো স্পষ্ট হল সবটা
Howrah: হাওড়ার বালির নিশ্চিন্দা থানা এলাকার ঘটনা। শনিবার সকাল থেকেই উত্তেজিত হয়ে রয়েছে ওই এলাকা। কারণ কী? স্থানীয় সূত্রে খবর, ওই এলাকায় একটি নেশামুক্তি কেন্দ্র রয়েছে।
হাওড়া: ঘটনাটা চলছিল বেশ কয়েকদিন ধরেই। এলাকাবাসী সন্দেহ করছিলেন। তবে কিছু বুঝে উঠতে পারছিলেন না। পরে সবটা আলোর মতো পরিষ্কার হল যখন গোটা ঘটনা প্রকাশ্যে আনলেন খোদ অভিযুক্ত স্ত্রী।
কী ঘটেছে?
হাওড়ার বালির নিশ্চিন্দা থানা এলাকার ঘটনা। শনিবার সকাল থেকেই উত্তেজিত হয়ে রয়েছে ওই এলাকা। কারণ কী? স্থানীয় সূত্রে খবর, ওই এলাকায় একটি নেশামুক্তি কেন্দ্র রয়েছে। সেখানে বেশ কয়েকদিন ধরে নানারকম অবৈধ কাজ চলার অভিযোগ ওঠে। এলাকাবাসীর দাবি, রিহাবসেন্টারের অন্দরে মধুচক্র চালানোর অভিযোগ উঠেছিল। তবে সেটা সন্দেহই ছিল তাঁদের। কিন্তু ঘটনা পরিষ্কার তখন, যখন ওই রিহ্যাব সেন্টারের মালিকের স্ত্রী খোদ নিজেই এই অভিযোগটা সকলের সামনে নিয়ে আসেন। এবং স্বামীর বিরুদ্ধে নিশ্চিন্দা থানায় অভিযোগ জানান।
এরপর ক্ষোভে ফেটে পড়েন এলাকাবাসী। সকাল থেকে শুরু হয় চিৎকার, অবরোধ, মারধর। খবর পেয়ে ঘটনাস্থলে যায় নিশ্চিন্দা থানার পুলিশ। আপাতত পরিস্থিত ঠান্ডা হলেও ওই সেন্টারের মালিক পলাতক। ইতিমধ্যে অভিযোগের ভিত্তিতে একজনকে আটক করেছে পুলিশ। নেশা মুক্তি কেন্দ্রের মালিকের স্ত্রী বলেন, ‘আমার সঙ্গে আমার স্বামীর দীর্ঘদিন কোনও সম্পর্ক নেই। এখানে কাউন্সিলিংয়ের জন্য আসা অন্য একটি মেয়ের সঙ্গে সম্পর্ক তৈরি হয়। আমি বলার পর আমার শাশুড়ি ছাড়া প্রত্যেকে আমার বিরুদ্ধে চলে যায়। এমনকী সেন্টারে আসা বন্ধ করে দেওয়া হয়। আমি জানতে পারি এখানে আসা মেয়েদের সঙ্গে খারাপ ব্যবহার করা হয়। বহিরাগত লোকেদের এখানে আনা হয়। প্রচুর মানুষ আমায় অভিযোগ জানায়। সেই কারণে আমি প্রতিবাদ করি।’