Crime: ওষুধের দোকানের উপরে পর পর সাজানো বিছানা, চলে মারাত্মক কার্যকলাপ! বিস্ফোরক দাবি এলাকার লোকজনের

Dhupguri: বেশ কিছুদিন ধরেই অভিযোগ উঠছিল, পূর্ব মাগুরমারির ওই ওষুধের দোকানের উপরে একটি ঘরে কয়েকটি শয্যা পাতা রয়েছে। কেন এই শয্যা পাতা তা নিয়েই প্রশ্ন ওঠে।

Crime: ওষুধের দোকানের উপরে পর পর সাজানো বিছানা, চলে মারাত্মক কার্যকলাপ! বিস্ফোরক দাবি এলাকার লোকজনের
এই দোকান ঘিরেই বিতর্ক। নিজস্ব চিত্র।
Follow Us:
| Edited By: | Updated on: Dec 11, 2021 | 8:50 AM

ধূপগুড়ি: ওষুধের দোকানের আড়ালে গর্ভপাতের ব্যবসা চালানোর মত গুরুতর অভিযোগ উঠল। ধূপগুড়িতে এই অভিযোগ ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। অভিযোগ, খালি চোখে মনে হবে ওষুধের দোকান। কিন্তু তারই আড়ালে ভয়ঙ্কর কারবার চালানো হয় সেখানে। ধূপগুড়ি শহর থেকে ঢিল ছোড়া দূরত্বে গিলান্ডি মোড় পূর্ব মাগুরমারি এলাকার এই ঘটনা। যদিও দোকানের মালিক জানান, এসব অভিযোগ মিথ্যা।

বেশ কিছুদিন ধরেই অভিযোগ উঠছিল, পূর্ব মাগুরমারির ওই ওষুধের দোকানের উপরে একটি ঘরে কয়েকটি শয্যা পাতা রয়েছে। কেন এই শয্যা পাতা তা নিয়েই প্রশ্ন ওঠে। এলাকাবাসীর দাবি, এখানে গর্ভপাত করানো হয়। টাকা দিলেই অবৈধ ভাবে চলে অ্যাবরশন-পর্ব। স্থানীয়দের দাবি, ইতিমধ্যে ব্লক স্বাস্থ্য আধিকারিককে তাঁরা বিষয়টি জানিয়েছেন। কিন্তু এরপরও সামান্য তদন্তটুকু করেনি প্রশাসন।

যখন ভ্রূণহত্যা রুখতে সরকার বিভিন্ন জায়গায় একাধিক প্রচার চালাচ্ছে, পোস্টারিং করছে বিভিন্ন দেওয়ালে। সেই জায়গায় দাঁড়িয়ে এই ধরনের ঘটনা প্রকাশ্যে আসতে জেলাজুড়ে রীতিমতো চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এদিকে গোটা ঘটনা নিয়ে মুখে কুলুপ এঁটেছেন স্বাস্থ্য দফতরের আধিকারিকরা। এই ঘটনায় এক সরকারি হাসপাতালের চিকিৎসকের নামও ভেসে উঠেছে।

ওই ওষুধের দোকানের উপরে যে ভাবে শয্যাগুলি পাতা রয়েছে, দেখে মনে হবে ছোটখাটো কোনও ক্লিনিক। কী কারণে ওষুধের দোকানে এই ব্যবস্থা তা নিয়ে অবশ্য দোকান মালিক স্পষ্ট করে কিছু বলেননি। তবে মালিক অমর রায় বলেন, এ ধরনের কোনও কার্যকলাপ এখানে হয় না। তাঁর বিরুদ্ধে মিথ্যা ও ভিত্তিহীন অভিযোগ তোলা হচ্ছে। এর আগে একজন সরকারি চিকিৎসক এখানে আসতেন। করোনার পর থেকে আর তিনি আসেন না। তা হলে এই বেডগুলো কেন? কোনও সদুত্তর দিতে পারেননি অমর রায়।

স্থানীয় শিক্ষক রবীন্দ্রনাথ রায়। রবীন্দ্রনাথবাবু বলেন, আগে এ ধরনের অভিযোগ শোনা যেত। মাঝখানে কিছুদিন বন্ধ ছিল। সম্প্রতি আবার সেই অভিযোগই উঠছে। স্থানীয় আরেক বাসিন্দা তাপস রায়ের কথায়, বিষয়টি ব্লক স্বাস্থ্য আধিকারিককে জানানো হলেও কোনও ব্যবস্থা নেওয়া হয়নি। এরপরই বিষয়টি সংবাদমাধ্যমকে জানানো হয়।

যদিও জলপাইগুড়ি জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক অসীম হালদারকে এ নিয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, “ইতিমধ্যে দু’জন আধিকারিক নিয়ে তদন্ত কমিটি গঠন করা হয়েছে। ব্লক স্বাস্থ্য আধিকারিক একটি রিপোর্ট পাঠিয়েছেন। যেখানে একটি নির্দিষ্ট ওষুধের দোকানের বিরুদ্ধে অভিযোগ রয়েছে। এটা আমরা খতিয়ে দেখছি। তদন্ত কমিটির রিপোর্ট পাঠালে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।”

আরও পড়ুন: Arms Licence Racket: জাল লাইসেন্সে দেদার অস্ত্র কেনাবেচা, সিআইডির জালে বাংলার ৬

আরও পড়ুন: Rail Hospital: রেলের হাসপাতালে মেয়াদ পার করা স্যালাইন পেল রোগী! হইচই শুরু হতেই সাসপেন্ড দুই

আরও পড়ুন: Basanti Accident: বাড়ির নির্মাণের কাজ তদারকি করছিলেন, রাজমিস্ত্রির সামনেই গৃহকর্তার সঙ্গে ভয়ঙ্কর ঘটনা