Awas Yojona : আবাস যোজনার দুর্নীতির প্রতিবাদে বিডিও অফিস অভিযান, পুলিশের সঙ্গে ব্যাপক ধস্তাধস্তি বিজেপি কর্মীদের

Awas Yojona : বিডিওকে স্মারকলিপি প্রদান করতে তাঁর কার্যালয়ে অফিসে ঢুকতে গেলে বিজেপি কর্মী-সমর্থকরা পুলিশি বাধার মুখে পড়েন। ঢোকার মুখেই বিডিও অফিসের গেট আটকে দেন ধূপগুড়ি থানার পুলিশ কর্মীরা।

Awas Yojona : আবাস যোজনার দুর্নীতির প্রতিবাদে বিডিও অফিস অভিযান, পুলিশের সঙ্গে ব্যাপক ধস্তাধস্তি বিজেপি কর্মীদের
Follow Us:
| Edited By: | Updated on: Jan 04, 2023 | 7:36 PM

ধূপগুড়ি : প্রধানমন্ত্রী আবাস যোজনার দুর্নীতির (Pradhan Mantri Awas Yojana) অভিযোগে কেন্দ্র করে গত বছরের শেষবেলা থেকেই উত্তাল বাংলার রাজনৈতিক মহল। কোথাও আবাস যোজনার সার্ভে করতে গিয়ে মার খেয়েছেন সরকারি কর্মীরা, কোথাও আবার ঘর প্রাপকদের তালিকায় তৃণমূল (Trinamool Congress) কর্মী-সমর্থকদের নাম নথিভুক্ত করতে বাধ্য করা হয়েছে সার্ভে কর্মীদের। কাঠগড়ায় শাসক তৃণমূল। এমতাবস্থায় এবার প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘর বণ্টন নিয়ে স্বজনপোষণ এবং দুর্নীতির অভিযোগ তুলে বিডিও অফিস অভিযান করল বিজেপি (BJP)। সেই অভিযানকে ঘিরে উত্তেজনা ছড়ালো ধূপগুড়িতে।

বুধবার বিজেপির তরফে মোট ন’টি গ্রাম পঞ্চায়েতের কর্মী-সমর্থকদের নিয়ে ধূপগুড়িতে বিডিও অফিসের ঘেরাও অভিযানের ডাক দেওয়া হয়। ধূপগুড়ি ব্লকের গ্রামীন এলাকা থেকে একটি এবং শহর থেকে একটি মিছিল করে বিডিও অফিসের সামনে জমায়েত করেন বিজেপি কর্মী সমর্থকেরা। একটি মিছিল বড়োঘরিয়া গ্রাম পঞ্চায়েতের কদমতলা এবং একটি ধূপগুড়ি শহরের নেতাজিপাড়া এলাকা থেকে শুরু হয়। মিছিল শেষে বিডিও অফিস ঘেরাও করে বিক্ষোভ দেখাতে থাকেন বিজেপির কর্মী-সমর্থকেরা। পুলিশে পুলিশে ছয়লাপ ছিল গোটা এলাকা।

সূত্রের খবর, বিডিওকে স্মারকলিপি প্রদান করতে তাঁর কার্যালয়ে অফিসে ঢুকতে গেলে বিজেপি কর্মী-সমর্থকরা পুলিশি বাধার মুখে পড়েন। ঢোকার মুখেই বিডিও অফিসের গেট আটকে দেয় ধূপগুড়ি থানার পুলিশ কর্মীরা। পুলিশের সঙ্গে ধস্তাধস্তি শুরু হয়ে যায় বিজেপি কর্মীদের। ধাক্কাধাক্কিতে খুলে যায় বিডিও অফিসের গেট। পুলিশি বাধা এড়িয়ে অনেকেই ঢুকে পড়েন অফিসের ভিতরে। ব্যাপক উত্তেজনা ছড়ায় গোটা এলাকায়। এদিনের বিডিও  অফিস অভিযানে নেতৃত্ব দেন বিজেপির জলপাইগুড়ি জেলা সভাপতি বাপী গোস্বামী, ধূপগুড়ি বিধায়ক বিষ্ণুপদ রায়, ধুপগুড়ি বিধানসভা কেন্দ্রের  বিজেপি অবজার্ভার চন্দন দত্ত প্রমুখ। বিজেপি জেলা সভাপতি নেতা বাপি গোস্বামী বলেন, “যাঁরা অসহায়, যাঁদের ঘর নেই তাঁদের ঘর দিতে উদ্যোগ নিয়েছিল কেন্দ্রীয় সরকার। কিন্তু, পশ্চিমবঙ্গের কাটমানি খাওয়া সরকার ও সরকারের একশ্রেণির কর্মীরা গরিব মানুষদের বঞ্চিত করে বড়লোকদের ঘর দিচ্ছে। পুলিশ-প্রশাসন তো আবার এই চোরদের পাহাড়া দিচ্ছে। এরই প্রতিবাদে সমস্ত বিডিও অফিসে আমাদের বিক্ষোভ চলছে। ধূপগুড়িতেও আজ সে কারণেই আমাদের বিক্ষোভ কর্মসূচির ডাক দেওয়া হয়। এখানেও পুলিশ কীভাবে আমাদের আটকালো তা তো সবাই দেখতে পেল।”