TMC Worker Death: সদর দরজা খোলা, ঘরের ভিতরে ঝুলন্ত অবস্থায় পাওয়া গেল তৃণমূল কর্মীকে

Jalpaiguri: জলপাইগুড়ি সাকোয়াঝোরা ১ নং গ্রামপঞ্চায়েতের ১৪/২২১ পার্ট এর পঞ্চায়েত সদস্য ছিলেন সীমা। বুধবার সকালে তাঁকে নিজের ঘরে ঝুলন্ত অবস্থায় দেখতে পান পরিবারের সদস্যরা।

TMC Worker Death: সদর দরজা খোলা, ঘরের ভিতরে ঝুলন্ত অবস্থায় পাওয়া গেল তৃণমূল কর্মীকে
তৃণমূল পঞ্চায়েত সদস্যের মৃতদেহ উদ্ধার (নিজস্ব চিত্র)
Follow Us:
| Edited By: | Updated on: Jan 04, 2023 | 11:17 AM

বানারহাট: আসন্ন পঞ্চায়েত ভোট (Panchayet Election)। তার আগে উত্তরবঙ্গে উত্তেজনা। বানারহাটে তৃণমূল পঞ্চায়েত সদস্যদের ঝুলন্ত দেহ উদ্ধার। মৃত পঞ্চায়েত সদস্যেদের নাম সীমা দাস।

জলপাইগুড়ি সাকোয়াঝোরা ১ নং গ্রামপঞ্চায়েতের ১৪/২২১ পার্ট এর পঞ্চায়েত সদস্য ছিলেন সীমা। বুধবার সকালে তাঁকে নিজের ঘরে ঝুলন্ত অবস্থায় দেখতে পান পরিবারের সদস্যরা। পরিবারের দাবি পঞ্চায়েত সদস্যের দেহ যখন ঘরের ভিতরে ঝুলছিল সেই মুহূর্তে খোলা ছিল ঘরের দরজা। স্বাভাবিকভাবে এটা নিয়েই তৈরি হয়েছে চাঞ্চল্য।

সীমা দাস গয়েরকাটার সাকোয়াঝোরা ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের তেলিপাড়ার জগদীশ কলোনির বাসিন্দা ছিলেন। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছেছে পঞ্চায়েত সমিতির সভাপতি সীমা চৌধুরী এবং তৃণমূলের নেতৃত্বরা। আত্মহত্যা নাকি খুন তা নিয়া তৈরি হয়েছে বিতর্ক। ঘটনাস্থলের পৌঁছেছে দিয়েছে বিন্নাগুড়ি ফাঁড়ি পুলিশকর্মীরা।

স্থানীয় তৃণমূল নেত্রী বলেন, “তৃণমূল নেতা বলেন, “খুবই দুঃখজনক ঘটনা। তবে ও ডাকাবুকো মেয়ে। ও এমন ঘটনা ঘটাতে পারে চিন্তার অতীত। আমরা ওর পরিবারের পাশে যেমন রয়েছি, তেমনি ভাবে আমরা চাইছি সঠিক তদন্ত হোক। নির্বাচনের আগে এমন ক্ষতি পূরণ হওয়ার নয়। এলাকার মানুষ ওকে খুব ভালবাসতেন। তার জন্য এলাকা মহিলারা যেভাবে এসেছেন। ভালবাসে বলেই এসেছেন। দলের সঙ্গেই বারবার ওকে আমরা স্মরণ করব।”