Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Dhupguri BJP Leader Arrested: ধর্ষণের হুমকির পাশাপাশি ছিল হামলার অভিযোগ, বিজেপি নেতাকে গ্রেফতার করতেই মিলল…

Jalpaiguri: ঘটনার সূত্রপাত শনিবার দুপুরে। বানারহাট থানায় অভিযুক্ত মকুল ঘোষের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়।

Dhupguri BJP Leader Arrested: ধর্ষণের হুমকির পাশাপাশি ছিল হামলার অভিযোগ, বিজেপি নেতাকে গ্রেফতার করতেই মিলল...
অভিযুক্ত বিজেপি নেতা (নিজস্ব ছবি)
Follow Us:
| Edited By: | Updated on: Mar 28, 2022 | 7:42 AM

ধূপগুড়ি: মুখ্যমন্ত্রী নির্দেশের পরই জেলায়-জেলায় ইতিমধ্যে সরব হয়েছে পুলিশ-প্রশাসন। বিভিন্ন জেলা থেকে ইতিমধ্যেই বোমা-আগ্নেয়াস্ত্র উদ্ধারের খবর প্রকাশ্যে আসতে শুরু করেছে। এর মধ্যেই অস্বস্তি বাড়াল উত্তরবঙ্গ বিজেপি শিবিরে। আগ্নেয়াসস্ত্র সহ গ্রেফতার বিজেপির মণ্ডল সভাপতি। তাঁর বিরুদ্ধে অস্ত্র নিয়ে বাড়িতে হামলা, গুণ্ডামি সহ ধর্ষণের অভিযোগ উঠেছে। গোটা ঘটনায় উত্তেজনা বানারহাট ব্লকের নাথুয়া এলাকায়। গ্রেফতার করা হল বিজেপির মণ্ডল সভাপতি মুকুল ঘোষকে। তাঁর বাড়ি বানারহাট থানার অন্তর্গত নাথুয়ায়। তিনি ধূপগুড়ি বিজেপির মণ্ডল সভাপতি বলেই পরিচিত।

ঘটনার সূত্রপাত শনিবার দুপুরে। বানারহাট থানায় অভিযুক্ত মকুল ঘোষের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়।তাঁর বিরুদ্ধে অভিযোগ, ওই বিজেপি নেতা নাকি ধারালো অস্ত্র নিয়ে বাড়িতে হামলা চালানোর পাশাপাশি একটি ওষুধের দোকানে ঢুকেও ধারাল অস্ত্র দেখিয়ে তৃণমূলের পঞ্চায়েত সদস্যকে প্রাণনাশের হুমকি দিয়েছেন। এখানেই শেষ নয়, পাশাপাশি আরও একটি বাড়িতে গিয়ে সেখানকার মহিলাদের কটূক্তি ও ধর্ষণের হুমকি পর্যন্ত দিয়েছেন। এই গোটা ঘটনার ভিডিয়ো  ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ায়। তারপরই নড়েচড়ে বসে স্থানীয় প্রশাসন।

পুলিশ সূত্রে খবর, রবিবার দুপুরে নাথুয়ায় হানা দেয় বানারহাট থানার পুলিশ। সেখান থেকেই গ্রেফতার হন মুকুল ঘোষ। ইতিমধ্যে ধৃতের কাছ থেকে একটি পিস্তল সহ দু’রাউন্ড গুলি উদ্ধার হয়েছে। ধৃতের বিরুদ্ধে ২৫ (এ) /২৭ অস্ত্র আইনে মামলা রজু করেছে পুলিশ। গোটা ঘটনায় শুরু হয়েছে রাজনৈতিক চাপানতোর।

এই বিষয়ে  বিজেপি জেলা সভাপতি বানারহাট থানার পুলিশ আমাদের মাননীয় মণ্ডল সভাপতিকে গ্রেফতার করেছে। এখন আবার তাকে দেখাচ্ছে আগ্নয়াস্ত্র সহ গ্রেফতার করেছে। পশ্চিমবাংলায় মমতা সরকারের যে স্বৈরাচারী মনোভাব এটা যে হবে তা বোঝাই যাচ্ছে। অন্যদিকে, তৃণমূল জেলা সম্পাদক রাজেশ কুমার সিং বলেন, “বিজেপি সবসময় বাংলাকে অশান্ত করার চেষ্টা করছে। মানুষের কাছে বারবার আমরা বলেছি। আগামীদিনে দেখবেন আরও অনেক বিজেপি নেতা এই কাজে ধরা পড়বে।”

আরও পড়ুন: Bagtui Massacre: টানা আট ঘণ্টা ম্যারাথন জেরা আনারুলকে, সোমবার সিবিআই ক্যাম্পে তলব মিহিলাল শেখকে

আরও পড়ুন: Sabujdeep: চুরি হচ্ছে একের পর এক গাছ, সরব হলেন খোদ শাসক দলের বিধায়ক