‘বিনয় মিশ্র আর পৃথিবীতে নেই,’ বিস্ফোরক তথ্য দিলেন সায়ন্তন বসু

'একটা মানুষ ভোজবাজির মতো উড়ে গেল! বিনয় মিশ্র (Binay Mishra)'কে সরিয়ে দিয়েছে তৃণমূল,' চাঞ্চল্যকর দাবি সায়ন্তন বসুর

'বিনয় মিশ্র আর পৃথিবীতে নেই,' বিস্ফোরক তথ্য দিলেন সায়ন্তন বসু
ফাইল চিত্র
Follow Us:
| Updated on: Feb 19, 2021 | 10:02 PM

জলপাইগুড়ি: কয়লা পাচারকাণ্ডে (Coal Scam) আরও কঠোর হচ্ছে সিবিআই। ইতিমধ্যে পাচারচক্রের ‘কিংপিন’ অনুপ মাজি ওরফে লালা (Lala) ও বিনয় মিশ্রকে (Binay Mishra) পলাতক ঘোষণা করেছে সিবিআই আদালত। এই প্রেক্ষিতে রাজ্যের শাসক দলের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ আনলেন বিজেপির সাধারণ সম্পাদক সায়ন্তন বসু (Sayantan Basu)। শুক্রবার রথযাত্রা কর্মসূচি উপলক্ষে জলপাইগুড়ির মিলনসংঘ ময়দানের জনসভা থেকে উত্তরবঙ্গ জোনাল ইনচার্জ সায়ন্তনের মন্তব্য, ‘আমাদের আশঙ্কা এবং অসমর্থিত সূত্রের খবর, বিনয় মিশ্রকে ভাইপোর বাহিনী সরিয়ে দিয়েছে। বিনয় মিশ্র আর পৃথিবীতে নেই!’

গরু পাচারকাণ্ডে বিনয় মিশ্রর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে সিবিআইয়ের বিশেষ আদালত। এছাড়া তাঁর সঙ্গে একাধিক দুর্নীতির যোগ রয়েছে বলে সন্দেহ করা হচ্ছে। যা নিয়ে বিজেপি নেতা শুভেন্দু অধিকারী থেকে বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষরা যুব তৃণমূলের সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিশানা করছেন। এই প্রেক্ষিতে বিস্ফোরক অভিযোগ করলেন সায়ন্তন বসু। তাঁর দাবি, দুর্নীতি মামলার প্রমাণ সরিয়ে ফেলতে বিনয় মিশ্রকে মেরে ফেলা হয়েছে।

আরও পড়ুন: লালার পর বিনয় মিশ্রকেও পলাতক ঘোষণা সিবিআই আদালতের

এদিন সভা থেকে স্বভাবসিদ্ধ ভঙ্গিতে সায়ন্তন বলেন, ‘বিনয় মিশ্রকে খুঁজে পাওয়া গেলে ভাইপো কী করেছে সে সবকিছু গলগল করে বলে দেবে। সে কারণেই তাকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না।’ তৃণমূলকে নিশানা করে তাঁর আরও মন্তব্য, ‘একটা মানুষ ভোজবাজির মতো উড়ে গেল! কেন্দ্রীয় এজেন্সি তাকে খুঁজছে।’ তারপরেই সায়ন্তনের মারাত্মক অভিযোগ, ‘বিনয় মিশ্র সম্ভবত আর পৃথিবীতে নেই।’

সায়ন্তনের কথায়, বিনয় মিশ্র যদি ধরা পড়ে তবে ‘ভাইপো’কে টানা হবে। বিনয় মিশ্র সাধারণ ব্যাক্তি নয়, সে যুব তৃণমূলের রাজ্যের সাধারণ সম্পাদক। আর সেই কিনা ভোজবাজির মতো উড়ে যাবে! এ নিয়ে কেন্দ্রীয় সরকারের কাছে তাঁরা দরবার করবেন বলে হুঁশিয়ারি দেন বিজেপির সাধারণ সম্পাদক। সায়ন্তনের এই অভিযোগের প্রেক্ষিতে তৃণমূল কী প্রতিক্রিয়া দেয় সেটাই দেখার।