Sikkim Flash Flood: তিস্তায় ভেসে আসা মর্টারের গোলায় বোমাতঙ্ক জলপাইগুড়িতে, আসছে সেনা

Sikkim Flash Flood: শনিবার ক্রান্তি ব্লকের অন্তর্গত কাঠামবাড়ি কমিউনিটি হল সংলগ্ন একটি মাঠের মধ্যে এই বোমার মত দেখতে বস্তুটিকে দেখতে পান স্থানীয় বাসিন্দারা। যাকে ঘিরে তৈরি হয়েছে বোমাতঙ্ক। খবর চাউর হতে প্রচুর মানুষ ওই জায়গায় ভিড় জমাতে শুরু করেন। খবর যায় পুলিশে।

Sikkim Flash Flood: তিস্তায় ভেসে আসা মর্টারের গোলায় বোমাতঙ্ক জলপাইগুড়িতে, আসছে সেনা
ঘটনায় ব্যাপক চাঞ্চল্য গোটা এলাকায় Image Credit source: TV-9 Bangla
Follow Us:
| Edited By: | Updated on: Oct 08, 2023 | 6:45 AM

জলপাইগুড়ি: তিস্তা নদীতে ভেসে আসা সেনা জওয়ানদের মর্টার পড়ে পরে থাকা কে ঘিরব চাঞ্চল্য। জনবসতিপূর্ণ এলাকায় মাঠের মধ্যে পড়ে রয়েছে সেনাবাহিনীর মর্টারের গোলা! শনিবার এ ছবি দেখা যায় জলপাইগুড়ির ক্রান্তি ব্লকের কাঠাম বাড়ি এলাকায়। হড়পা বানে তিস্তার জলে ভেসে এসেছে সেনাবাহিনীর বেশ কিছু বোমা বারুদ গোলা আগ্নেয়াস্ত্র সরঞ্জাম। উত্তরবঙ্গের তিস্তা পাড়ের নানা প্রান্ত থেকে বিগত কয়েকদিন লাগাতর এই ছবি সামনে এসেছে। মর্টারের গোলা ফেটে ১ জনের মৃত্যুর খবরও সামনে এসেছিল। এবার সেই মর্টারের গোলা ঘিরে শুরু নতুন শোরগোল।

শনিবার ক্রান্তি ব্লকের অন্তর্গত কাঠামবাড়ি কমিউনিটি হল সংলগ্ন একটি মাঠের মধ্যে এই বোমার মত দেখতে বস্তুটিকে দেখতে পান স্থানীয় বাসিন্দারা। যাকে ঘিরে তৈরি হয়েছে বোমাতঙ্ক। খবর চাউর হতে প্রচুর মানুষ ওই জায়গায় ভিড় জমাতে শুরু করেন। দেখতে আসা বাসিন্দারা জানান কিছুদিন আগে কাঠামবাড়ি চাপাডাঙা এলাকায় যে ধরনের মর্টার গোলা ফেটে দুর্ঘটনা ঘটেছিল ঠিক তেমনটাই দেখতে এই বস্তুটিকে। খবর যায় পুলিশে। পুলিশ এসে গোটা বিষয়টি খতিয়ে দেখে। চাপা উত্তেজনা রয়েছে এলাকায়।

এ বিষয়ে ক্রান্তি ফাড়ির ওসি মোহম্মদ মনসুর উদ্দিন বলেন, এখনও পর্যন্ত সেনাবাহিনীর তরফে ৩০ টি মোর্টার উদ্ধার করা হয়েছে। এখনও বেশ কয়েকটি গ্রামে কিছু জায়গা থেকে সেনা জওয়ানদের এই ধরনের সরঞ্জাম পাওয়া যাচ্ছে বলে দেখতে পাচ্ছি। সেনাবাহিনীর আধিকারিকরা ওখানে আসবেন। তাঁরাই মর্টারের গোলাগুলি নিষ্ক্রিয় করবেন।