Cheetah in cage: ছটফট করছে চিতাবাঘ, গর্জন শুনে ঘুম ভাঙল বাসিন্দাদের

Cheetah in cage: জানা গিয়েছে, সপ্তাহ দুয়েক আগে ওই চা বাগানের ১২ ও ১৩ নম্বর সেকশনের মধ্যবর্তী এলাকায় বন দফতর একটি খাঁচা পাতে।

Cheetah in cage: ছটফট করছে চিতাবাঘ, গর্জন শুনে ঘুম ভাঙল বাসিন্দাদের
Follow Us:
| Edited By: | Updated on: Nov 26, 2022 | 12:48 PM

জলপাইগুড়ি : চা বাগানে বন দফতরের পাতা একটি খাঁচায় ধরা পড়ল এক পূর্ণ বয়স্ক পুরুষ চিতাবাঘ। সপ্তাহ দুয়েক আগে ওই খাঁচা পাতা হয়েছিল চা বাগানে। শনিবার ভোরে সেই খাঁচা দেখেই চমকে যান সবাই। খাঁচার মধ্যে ছটফট করছে ওই চিতাবাঘ। মেটেলি ব্লকের কিলকোট চা বাগানের ঘটনা। বাঘের গর্জনে চা বাগান জুড়ে সকাল থেকেই উত্তেজনা ছড়িয়ে পড়েছে।

জানা গিয়েছে, সপ্তাহ দুয়েক আগে ওই চা বাগানের ১২ ও ১৩ নম্বর সেকশনের মধ্যবর্তী এলাকায় বন দফতর একটি খাঁচা পাতে। ভাল্লুক ধরার জন্যই ওই খাঁচা পাতা হয়েছিল। এরপর শনিবার ভোরে বাগানের শ্রমিকেরা ওই এলাকায় চিতাবাঘের গর্জন শুনতে পান। তাঁরা কাছে গিয়ে দেখেন যে একটি চিতাবাঘ খাঁচার মধ্যে আটকে পড়ে গর্জন করছে। খাঁচায় চিতাবাঘ ধরা পড়ার খবর চাউর হতেই বহু মানুষের ভিড় হয় চিতাবাঘ দেখার জন্য। এরপরই খবর দেওয়া হয় বন দফতরের খুনিয়া স্কোয়াডে। বনকর্মীরা এসে খাঁচা সহ চিতাবাঘ গরুমারায় নিয়ে যান।

আসলে সপ্তাহ দুয়েক আগে কিলকোট চা বাগানে ভাল্লুকের আতঙ্ক তৈরি হয়েছিল। বাগানে কাজ করার সময় শ্রমিকেরা ভাল্লুক দেখতে পেয়েছিলেন। শ্রমিকদের কথা শুনে ওই দিনই বনকর্মীরা ভাল্লুকের খোঁজ করেন, কিন্তু কোনও হদিশ মেলেনি। এরপর ভাল্লুক ধরার জন্য বন দফতরের তরফে খাঁচা বসানো হয়। আর তাতেই আটকে পড়ে চিতাবাঘ।

খুনিয়া স্কোয়াড সূত্রে জানা গিয়েছে, চিতাবাঘটি সুস্থ থাকায় তাকে এদিনই গরুমারা জঙ্গলে ছেড়ে দেওয়া হয়েছে।