TMCP-ABVP কর্মী সমর্থদের মধ্যে হাতাহাতি, ব্যাপক উত্তেজনা ধূপগুড়ি কলেজে

TMCP-ABVP: অভিযোগ, তৃনমূল ছাত্র পরিষদের সদস্যদের মারে আহত হন অমর্ত্য সরকার নামে এক এবিভিপি সমর্থক। আটক হয়েছেন তৃণমূল ছাত্র পরিষদের এক কর্মী।

TMCP-ABVP কর্মী সমর্থদের মধ্যে হাতাহাতি, ব্যাপক উত্তেজনা ধূপগুড়ি কলেজে
Follow Us:
| Edited By: | Updated on: Jul 07, 2022 | 6:19 PM

ধূপগুড়ি: কলেজে পরীক্ষা চলাকালীন দুই ছাত্র সংগঠনের মধ্যে বচসা ঘিরে ব্যাপক উত্তেজনা। শেষ পর্যন্ত বিরাট পুলিশ বাহিনী ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ছাত্র সংগঠনেক বচসায় উত্তপ্ত হয়ে উঠল ধূপগুড়ি(Dhupguri) সুকান্ত মহাবিদ্যালয়। বৃহস্পতিবার রুটিন মাফিক কলেজে ষষ্ঠ সেমেস্টারের পরীক্ষা চলছিল। তখনই পুরনো ঘটনার রেশ টেনে দুই ছাত্রের মধ্যে প্রথমে বচসা বাঁধে। এমনকী একসময় তর্কাতর্কি হাতাহাতি পর্যন্ত গড়ায়। এদিকে যে দুজন ছাত্রের মধ্যে বচসা শুরু হয় তাঁদের মধ্যে একজন তৃণমূল ছাত্র পরিষদ(TMCP) এবং অন্যজন অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের(ABVP) সমর্থক বলে জানা গিয়েছে। আর সে কারণেই দ্রুত এ ঘটনায় লেগে যায় রাজনীতির রঙ। 

বচসায় জড়িয়ে পড়ে দুই রাজনৈতিক দলের ছাত্র নেতারাও। ব্যাপক উত্তেজনা তৈরি হয় কলেজ চত্ত্বরে। অভিযোগ, তৃনমূল ছাত্র পরিষদের সদস্যদের মারে আহত হন অমর্ত্য সরকার নামে এক এবিভিপি সমর্থক। এদিকে খবর পেয়েই ধূপগুড়ি থানার আইসি সুজয় তুঙ্গা সহ বিরাট পুলিশ বাহিনী দ্রুত ঘটনাস্থলে আসে। ধীরে ধীরে নিয়ন্ত্রণে আসে পরিস্থিতি। এই ঘটনায় অরুণাভ চক্রবর্তী নামে এক তৃণমূল ছাত্র পরিষদের কর্মী আটক করেছে পুলিশ। অন্যদিকে অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের এক সমর্থক ধূপগুড়ি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন বলে জানা গেছে।

এদিকে ঘটনা প্রসঙ্গে সুকান্ত মহাবিদ্যালয়ের প্রাক্তন সাধারণ সম্পাদক তথা ছাত্র পরিষদ নেতা সুজিত রায় জানান, “এটা ওদের দুজনের মধ্যে পুরনো বিবাদ। যাকে কেন্দ্র করে দুজনের মধ্যে ফের ঝামেলা হয়েছে।” অন্যদিকে এবিভিপি ছাত্র নেতা অভিক চৌধুরী বলেন, “আমাদের এক সমর্থক কলেজে পরীক্ষা দিতে এসেছিল। সেই সময় তৃণমূল ছাত্র পরিষদের লোকেরা তাঁকে মারধর করে। গুরুতরভাবে আহত হয়েছে। লাঠি ও বাঁশ দিয়েও মারা হয়। আমরা ধূপগুড়ি থানায় অভিযোগ দায়ের করব।”