Dooars Tea Garden: কলকাতায় ম্যারাথন বৈঠক, কত শতাংশ বোনাস পাবেন চা শ্রমিকরা?
Dooars Tea Garden: ইন্ডিয়ান টি অ্যাসোসিয়েশন (আইটিএ) ও টি অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়ার (টাই) সদস্যভুক্ত মোট ১৩৪ টি চা বাগানের জন্য ওই বোনাস রফা হয়েছে বলছে জানতে পারা গিয়েছে। তবে প্রতিবারের মতো রুগ্নতার নিরিখে কিছু বাগান ওই হারের বোনাস থেকে এবারও ছাড় পাচ্ছে।
ডুয়ার্স: চাই বোনাস। পুজোর মুখে চা শ্রমিকদের আন্দোলন ডুয়ার্সে। মঙ্গলবার চা শ্রমিকদের বোনাস নিয়ে ত্রিপাক্ষিক বৈঠক হয়। ম্যারাথন আলোচনার শেষে অবশেষে চা বোনাসের ফয়সালা হয় ১৯ শতাংশে।
ইন্ডিয়ান টি অ্যাসোসিয়েশন (আইটিএ) ও টি অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়ার (টাই) সদস্যভুক্ত মোট ১৩৪ টি চা বাগানের জন্য ওই বোনাস রফা হয়েছে বলছে জানতে পারা গিয়েছে। তবে প্রতিবারের মতো রুগ্নতার নিরিখে কিছু বাগান ওই হারের বোনাস থেকে এবারও ছাড় পাচ্ছে। সেই লিস্টে কারা থাকবে তা জানা যাবে বুধবারের চূড়ান্ত বৈঠকের পর।
এ দিকে, নিজেদের সিদ্ধান্তে অনড় চা মালিকদের যৌথ মঞ্চ কনসালটেটিভ কমিটি অফ প্ল্যান্টেশন অ্যাসোসিয়েশনের (সিসিপিএ) অন্য দুই সদস্য সংগঠন টেরাই ইন্ডিয়ান প্ল্যান্টার্স অ্যাসোসিয়েশন (টিপা) ও ইন্ডিয়ান টি প্ল্যান্টার্স অ্যাসোসিয়েশন গতকালের ডাকা বৈঠকে অংশ নেয়নি। এই দুই সংগঠনের আওতায় রয়েছে ৬০টির বেশি বাগান। দু’একদিনের মধ্যে দু’টি সংগঠনকে নিয়েও বৈঠক ডাকার তোড়জোড় শুরু হয়েছে।
উল্লেখ্য, পুজোর আগে বোনাসের দাবিতে বিক্ষোভ করেছিলেন চা শ্রমিকদের একাংশ। বোনাস নিয়ে যদি কোনও রফা বের না হয় তাহলে তাঁরা জাতীয় সড়ক থেকে শুরু করে রাজ্য সড়ক অবরুদ্ধ করার হুঁশিয়ারি দিয়েছিলেন শ্রমিকরা। এরপরই গতকাল রফা বের করতে তড়িঘড়ি বৈঠক হয় কলকাতায়।