Baby Elephant: রোদে-জলে পচছে শাবকের দেহ, তিনদিন ধরে ঠায় দাঁড়িয়ে মা হাতি, দেখুন ছবিতে

Baby Elephant: ডুয়ার্সের রেড ব্যাঙ্ক চা বাগানে একই জায়গায় দাঁড়িয়ে রয়েছে হাতিটি। সঙ্গে রয়েছে আরও অনেক হাতি।

| Edited By: | Updated on: May 29, 2022 | 2:32 PM
মৃত সন্তান ছেড়ে জঙ্গলে ফিরে যেতেই চাইছে না মা হাতি, রোদ বৃষ্টি উপেক্ষা করে তিন দিন ধরে এক জায়গায় ঠায় দাঁড়িয়ে রয়েছে সে। একই ছবি দেখা যাচ্ছে ডুয়ার্সের রেড ব্যাঙ্ক চা বাগানে। শুক্রবার থেকে মৃত শাবককে এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যাচ্ছে মা হাতি।

মৃত সন্তান ছেড়ে জঙ্গলে ফিরে যেতেই চাইছে না মা হাতি, রোদ বৃষ্টি উপেক্ষা করে তিন দিন ধরে এক জায়গায় ঠায় দাঁড়িয়ে রয়েছে সে। একই ছবি দেখা যাচ্ছে ডুয়ার্সের রেড ব্যাঙ্ক চা বাগানে। শুক্রবার থেকে মৃত শাবককে এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যাচ্ছে মা হাতি।

1 / 6
মৃত শাবককে এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যেতে যেতে শরীরের বিভিন্ন অংশ ক্ষতবিক্ষত হয়ে আলাদা হয়ে গিয়েছে। এমনকি রোদে-বৃষ্টিতে পচন ও ধরে গিয়েছে  বলে অনুমান বনকর্মীদের, তার পরেও মা হাতি এখনও শাবককে ছেড়ে জঙ্গলে ফেরেনি। বন্ধ রেড ব্যাঙ্ক চা বাগানের পাশে দাঁড়িয়ে রয়েছে।

মৃত শাবককে এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যেতে যেতে শরীরের বিভিন্ন অংশ ক্ষতবিক্ষত হয়ে আলাদা হয়ে গিয়েছে। এমনকি রোদে-বৃষ্টিতে পচন ও ধরে গিয়েছে বলে অনুমান বনকর্মীদের, তার পরেও মা হাতি এখনও শাবককে ছেড়ে জঙ্গলে ফেরেনি। বন্ধ রেড ব্যাঙ্ক চা বাগানের পাশে দাঁড়িয়ে রয়েছে।

2 / 6
শুক্রবার সকালে অন্তত আট কিলোমিটার পথ শাবককে শুঁড়ে নিয়েই পাড়ি দেয় ওই হাতি। শুঁড় থেকে বারবার পড়ে গেলেও মৃত শাবককে একাই টেনে নিয়ে যায় সে। শুক্রবার সকালে শাবক হাতিকে শুঁড়ে টেনে নিয়ে যাওয়ার বিষয়টি নজরে পড়ে।

শুক্রবার সকালে অন্তত আট কিলোমিটার পথ শাবককে শুঁড়ে নিয়েই পাড়ি দেয় ওই হাতি। শুঁড় থেকে বারবার পড়ে গেলেও মৃত শাবককে একাই টেনে নিয়ে যায় সে। শুক্রবার সকালে শাবক হাতিকে শুঁড়ে টেনে নিয়ে যাওয়ার বিষয়টি নজরে পড়ে।

3 / 6
৪৮ ঘণ্টার বেশি সময় পেরিয়ে গেলেও এখনও মৃত শাবককে নিয়ে ঠায় দাঁড়িয়ে রয়েছে মা হাতি। ডুয়ার্সের বাসিন্দারা দেখতে ভিড় জমাচ্ছে। শাবককে নিয়ে আর এগোতে পারছে না ঠিকই, তবে হাতিরা কোনও ভাবেই ওই শাবককে ছেড়ে যেতে চাইছে না।

৪৮ ঘণ্টার বেশি সময় পেরিয়ে গেলেও এখনও মৃত শাবককে নিয়ে ঠায় দাঁড়িয়ে রয়েছে মা হাতি। ডুয়ার্সের বাসিন্দারা দেখতে ভিড় জমাচ্ছে। শাবককে নিয়ে আর এগোতে পারছে না ঠিকই, তবে হাতিরা কোনও ভাবেই ওই শাবককে ছেড়ে যেতে চাইছে না।

4 / 6
এলাকায় ড্রোন উড়িয়ে এলাকায় নজরদারি চালাচ্ছেন বনকর্মীরা। কী ভাবে ওই শাবকের সৎকার হবে, তা বুঝে উঠতে পারছেন না তাঁরা।

এলাকায় ড্রোন উড়িয়ে এলাকায় নজরদারি চালাচ্ছেন বনকর্মীরা। কী ভাবে ওই শাবকের সৎকার হবে, তা বুঝে উঠতে পারছেন না তাঁরা।

5 / 6
সম্ভবত শুক্রবার রাতে ওই হস্তিশাবকের মৃত্যু হয়। শুক্রবার সকালে স্থানীয় বাসিন্দারা দেখতে পান মা হাতি শুঁড়ে টেনে নিয়ে যাচ্ছে শাবককে।

সম্ভবত শুক্রবার রাতে ওই হস্তিশাবকের মৃত্যু হয়। শুক্রবার সকালে স্থানীয় বাসিন্দারা দেখতে পান মা হাতি শুঁড়ে টেনে নিয়ে যাচ্ছে শাবককে।

6 / 6
Follow Us: