Jalpaiguri: মুরগি ‘খুনের’ তদন্ত চেয়ে মরা মুরগি নিয়ে থানায় হাজির মালিক
Jalpaiguri: ঘটনার কথা শুরুতেই স্থানীয় পঞ্চায়েতে জানান রমাপদ। সেখান থেকেই সোজাসুজি কোতয়ালী থানায় চলে আসেন।
জলপাইগুড়ি: প্রতিবেশীর বিরুদ্ধে কীটনাশক দিয়ে মুরগি (Chicken) মারার অভিযোগ। সেই রাগেই বিচার চাইতে একেবারে থানার দ্বারস্থ মুরগির মালিক। শুনতে অবাক লাগলেও এ ঘটনাই ঘটেছে জলপাইগুড়ি(Jalpaiguri)সদর ব্লকের কোনপাকড়ি সর্দার পাড়া এলাকায়। সূত্রের খবর, এই এলাকারই বাসিন্দা রমাপদ রায় এবং পরেশ রায়। চরতে চরতে রমাপদ রায়ের মুরগির পাল প্রতিবেশী পরেশ রায়ের কৃষি জমিতে প্রায়শই যেত। এদিকে শুক্রবার রমাপদ রায় জমিতে গিয়ে দেখেন মৃত অবস্থায় পড়ে রয়েছে তাঁর ১১টি মুরগি। মুরগির মালিক রমাপদ রায়ের অভিযোগ প্রতিবেশী পরেশ রায়ই কীটনাশক দিয়ে তাঁর মুরগির পালকে হত্যা করেছে। যদিও এখনও পর্যন্ত থানায় লিখিত অভিযোগ দায়ের হয়নি বলেই জানা যাচ্ছে।
এদিকে ঘটনার কথা শুরুতেই স্থানীয় পঞ্চায়েতে জানান রমাপদ। সেখান থেকেই সোজাসুজি কোতয়ালী থানায় চলে আসেন। এ ঘটনায়তেই ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। ঘটনা প্রসঙ্গে রমাপদ রায় বলেন, ”পরেশের জমিতে যেত মুরগিগুলি। জমিতেই বিষ দিয়ে দিয়েছে। কাল বিকেল ৩টে নাগাদ এ ঘটনা ঘটে। তারপরই আমি পঞ্চায়েতের কাছে যাই। পঞ্চায়েত বলে থানায় ডায়রি করতে। থানায় বলছে নিজেদের মধ্যে মিটিয়ে নিতে। পাড়ার লোকজনও সবাই চলে এসেছে। তারাও বলছেন মিটিয়ে নিতে।”
এদিকে ঘটনায় অভিযুক্ত পরেশ রায়কে তার বিরুদ্ধে ওঠা অভিযোগের বিষয়ে জিজ্ঞসা করা হলে তিনি কোনও মন্তব্য করেননি। এদিকে প্রতিবেশীদের মধ্যে ঝামেলা নতুন নয়। জমি থেকে শুরু করে নানা ইস্যুতেই প্রায়শই বিবাদে জড়িয়ে যেতে দেখা যায় পাড়া-প্রতিবেশীদের। তাঁর ভয়ঙ্কর পরিণতির নজিরও দেখতে পাওয়া যায় মাঝেমধ্যে। কিন্তু, তাই বলে বিষ দিয়ে মুরগি হত্যা? এমনকী শেষে মুরগি হত্যার বিচার চাইছে থানার দ্বারস্থ মালিক? এ ধরনের ঘটনা নজিরবিহীন বলেই মনে করা হচ্ছে।