KLO: এই প্রথম কি স্বাধীনতা দিবসে অংশগ্রহণ করবে KLO? ভিডিয়ো বার্তায় তৈরি নতুন জল্পনা
Kamtapur Liberation Organisation: কামতাপুর লিবারেশন অর্গানাইজেশন। ১৯৯৫ সালে প্রতিষ্ঠা হয়েছিল। শুরুর দিন থেকেই স্বাধীনতা দিবস বয়কট আসছিল তারা।
জলপাইগুড়ি: একাধিকবার গোপন ডেরা থেকে ভিডিয়ো বার্তা দিতে শোনা গিয়েছিল নিষিদ্ধ জঙ্গী সংগঠন কেএলও (কামতাপুর লিবারেশন অর্গানাইজেশন) সুপ্রিমো জীবন সিংহকে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উদ্দেশে হুঁশিয়ারি বার্তাও দিতে শোনা যায় তাঁকে। এবার স্বাধীনতা দিবসের প্রাককালে আবার একটি ভিডিয়ো বার্তা প্রকাশ্যে এসেছে তাঁর (যদিও ভিডিওর সত্যতা যাচাই করেনি টিভি৯ বাংলা)। সেই বার্তা ঘিরে তৈরি হয়েছে জল্পনা। তাহলে কি স্বাধীনতা দিবসে এইবছর অংশগ্রহণ করবে কেএলও?
কামতাপুর লিবারেশন অর্গানাইজেশন। ১৯৯৫ সালে প্রতিষ্ঠা হয়েছিল। শুরুর দিন থেকেই স্বাধীনতা দিবস বয়কট আসছিল তারা। তবে, সম্প্রতি দলের সুপ্রিমো জীবন সিংহর স্বাধীনতা দিবসের অমৃত মহৎসবে যোগ দেওয়ার ইচ্ছে প্রকাশে উৎসাহিত প্রাক্তন কেএলও-রা।জীবন সিংহ মূল স্রোতে ফিরতেও পারেন বলেও আশাবাদী তাঁরা।
সদ্য একটি রাজবংশী সংবাদ মাধ্যমে বিবৃতি দিয়েছেন কেএলও এর প্রাক্তন উপ সেনাধ্যক্ষ তথা ধূপগুড়ি হত্যাকাণ্ডের মূল অভিযুক্ত টম অধিকারী। তিনি বলেছেন, ‘সম্প্রতি একটি অডিও বার্তার মাধ্যমে জীবন সিংহ অসমের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্বশর্মার উদ্দেশে জানিয়েছেন শান্তি চুক্তি এগিয়ে নিয়ে যেতে। এই বক্তব্যর একটি বড় দিক রয়েছে। এর আগে জেল থেকে বা বাইরে আসার পর শত চেষ্টা করেও আমরা ওনাকে রাজি করতে পারিনি। কিন্তু এবার উনি নিজেই উদ্যোগী হয়ে একটি অডিও বার্তা পাঠিয়েছেন। তাই আমরা উদগ্রীব হয়ে রয়েছি আগামী ১৫ অগাস্টের দিন উনি ফিরে এসে স্বাধীনতার অমৃত পান করুক।’
প্রসঙ্গত উল্লেখ্য সম্প্রতি জীবন সিংহ যেই অডিও টেপ ভাইরাল হয়েছে তাতে শান্তি চুক্তি আলোচনার জন্য যেই ৫ জনের নাম উল্লেখ করেছেন তাতে টম অধিকারীর নাম রয়েছে। যদিও এই অডিও টেপের সত্যতা টিভি৯ বাংলা যাচাই করেনি। বস্তুত, কয়েকদিন আগে অসমের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্বশর্মার উদ্দ্যেশে ভয়েস ম্যাসেজ পাঠান কেএলও চিফ। এবার ‘যুদ্ধ নয়, শান্তি’ আলোচনায় বসতে চেয়ে অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মার উদ্দ্যেশে ভয়েস ম্যাসেজ পাঠান নিষিদ্ধ জঙ্গী গোষ্ঠী কেএলও-র চিফ জীবন সিংহ। ১ মিনিট ১০ সেকেন্ডের এই অডিও বার্তায় জীবন সিংহ অসমের মুখ্যমন্ত্রীকে সংগ্রামী অভিনন্দন জানিয়েছিলেন।