নেশার টাকা না পেয়ে মাকে খুনের অভিযোগ ছেলের বিরুদ্ধে

দিনে দুপুরে এহেন ঘটনায় চাঞ্চল্য ছড়ায় জলপাইগুড়ি (Jalpaiguri) রায়পুর চা বাগানে। অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ।

নেশার টাকা না পেয়ে মাকে খুনের অভিযোগ ছেলের বিরুদ্ধে
নিজস্ব চিত্র
Follow Us:
| Updated on: Jun 03, 2021 | 7:51 AM

জলপাইগুড়ি: নেশার টাকা না পেয়ে মাকে চ্যালা কাঠ দিয়ে পিটিয়ে খুন করার অভিযোগ উঠল ছেলের বিরুদ্ধে। দিনে দুপুরে এহেন ঘটনায় চাঞ্চল্য ছড়ায় জলপাইগুড়ি (Jalpaiguri) রায়পুর চা বাগানে। অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ।

জলপাইগুড়ি সদর ব্লকের পাতকাটা গ্রাম পঞ্চায়েতের অধীন রায়পুর চা বাগান। গত কয়েক বছর ধরে এই চা বাগান বন্ধ রয়েছে। এখানেরই ভগত লাইনের বাসিন্দা বছর বাইশের যুবক কৃশান চিকবরাইক।

প্রতিবেশীরা জানাচ্ছেন, এই যুবক অত্যাধিক নেশা করেন। নেশার টাকা আদায়ে বাবা-মায়ের ওপর চাপ দেন। তা নিয়ে মাঝেমধ্যেই অশান্তি হত দুপক্ষের। বুধবারও তিনি ৫০০ টাকা দাবি করেন। মা দিতে অস্বীকার করায় বচসা শুরু হয়। তখনই বাইরে থেকে চ্যালাকাঠ নিয়ে এসে মায়ের মাথায় আঘাত করেন ওই যুবক।

আরও পড়ুন: আজ কেরলে তার ঢোকার কথা, বাংলায় কবে ঢুকছে বর্ষা? কী বলছেন আবহাওয়াবিদরা

কয়েকবছর আগে বাড়িতেই তাঁর বাবার রক্তাক্ত দেহ উদ্ধার হয়। প্রতিবেশীরা মনে করছেন, হয়তো সে সময় কৃশানই তাঁর বাবাকে খুন করেছিলেন। এদিন খুনের অভিযোগ পেয়ে ঘটনাস্থলে যান জলপাইগুড়ি কোতোয়ালি থানার পুলিশ। অভিযুক্তকে গ্রেফতার করেছে। তদন্ত শুরু হয়েছে।