Jalpaiguri Road Accident: গোলাপে ঢাকা জানালার কাচ, ভিতরে তখন তারস্বরে বাজছে গান, দুধ সাদা গাড়ির ভিতর যাত্রীদের যে অবস্থায় দেখলেন পথচলতি মানুষ…

Jalpaiguri Road Accident: গাড়ির সামনের অংশ ক্ষতিগ্রস্ত হয়। বিকট শব্দ শুনতে পেয়ে স্থানীয় বাসিন্দারা ছুটে আসেন। তাঁরা দুর্ঘটনাগ্রস্ত গাড়ি থেকে একে একে যাত্রীদের বার করে আনেন।

Jalpaiguri Road Accident: গোলাপে ঢাকা জানালার কাচ, ভিতরে তখন তারস্বরে বাজছে গান, দুধ সাদা গাড়ির ভিতর যাত্রীদের যে অবস্থায় দেখলেন পথচলতি মানুষ...
জলপাইগুড়িতে দুর্ঘটনার কবলে বরের গাড়ি
Follow Us:
| Edited By: | Updated on: May 04, 2022 | 11:58 AM

জলপাইগুড়ি: বাড়িতে সানাইয়ের সুর। ফুরফুরে মেজাজ সকলের। দুধ সাদা গাড়িতে তখন তারস্বরে বাজছে গান। কনের বাড়ি তখনও বেশ খানিকটা দূর। আচমকাই একটা সজোরে ব্রেক কষলেন চালক। হুড়মুড়িয়ে সামনের দিকে পড়লেন বরযাত্রীরা। গাড়ির ভিতরে তখন সব ওলটপালট, একে অপরের ঘাড়ে। কিছু বুঝে ওঠার আগেই গাড়ি গিয়ে ধাক্কা মারে সামনের মন্দিরে। তারপর হুড়মুড়িয়ে রাস্তার ধারে খাদে। বিয়েবাড়ি যাওয়ার আগেই দুর্ঘটনার কবলে বরের গাড়ি। আহত হয়েছেন বেশ কয়েকজন। ঘটনাটি ঘটেছে ময়নাগুড়ির মাধবডাঙা এলাকায়। স্থানীয়রাই আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেছেন। এক-দুজনের অবস্থা আশঙ্কাজনক।

জানা যাচ্ছে, মঙ্গলবার সন্ধ্যা কোচবিহার থেকে বর্ধমানের দিকে যাচ্ছিল বরযাত্রীদের গাড়িটি। মাধবডাঙার বুড়া বুড়ি এলাকায় গাড়িটি আচমকাই নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। দিগভ্রষ্ট ভাবে চলতে থাকে গাড়িটি। চালক কোনওভাবে গাড়ি থামানোর চেষ্টা করেন। তখনই তা নিয়ন্ত্রণ হারিয়ে সজোরে ধাক্কা মারে রাস্তার ধারে একটি মন্দিরে।

গাড়ির সামনের অংশ ক্ষতিগ্রস্ত হয়। বিকট শব্দ শুনতে পেয়ে স্থানীয় বাসিন্দারা ছুটে আসেন। তাঁরা দুর্ঘটনাগ্রস্ত গাড়ি থেকে একে একে যাত্রীদের বার করে আনেন। কারোর হাতে, কারোর মাথায় গুরুতর চোট লেগেছে। তাঁদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয় ময়নাগুড়ি থানার পুলিশ।

এরপর ক্রেন দিয়ে গাড়িটিকে তুলে নিয়ে যাওয়া হয়। পিছনে ছিল বরযাত্রীদের আরও একটি বাস। সেই বাসে বরকে পাঠিয়ে দেওয়া হয়। তাঁর আঘাত খুব একটা বেশি গুরুতর ছিল না।

ময়নাগুড়ি থানা সূত্রে জানা যাচ্ছে, যান্ত্রিক কোনও ক্রটির কারণে গাড়িটির ব্রেক ধরছিল না। ফলে নিয়ন্ত্রণ রাখতে পারেননি চালক। তাতেই দুর্ঘটনা। এক প্রত্যক্ষদর্শী বলছেন, “আমরা একটা শব্দ শুনতে পেয়েই ছুটে আসি। গাড়ির সামনের অংশ দিয়ে ধোঁয়া বের হচ্ছিল। যাত্রীরা আতঙ্কিত হয়ে পড়েছিলেন। তাঁদের ধীরে ধীরে বার করে আনলাম। বেশি কিছু কারোরই হয়নি। এটাই বাঁচোয়া।”