Malbazar: রাস্তার ধারে চায়ের দোকান, চলত রমরমিয়ে, তার আড়ালেই যে ব্যবসা চলত স্তম্ভিত পুলিশও
Malbazar: জানা যাচ্ছে, বেশ কয়েকদিন ধরে মাল থানা থেকে ঢিল ছড়া দূরত্বে এক চায়ের দোকানের আড়ালে চলছিল নিষিদ্ধ কফ সিরাপ সিরাপ ও নেশার ট্যাবলেটের কারবার। এদিন আচমকা মালবাজার থানার পুলিশ অভিযান চালিয়ে বাজেয়াপ্ত করে বিপুল পরিমাণে নেশার ওষুধ। যার জেরে গ্রেফতার হয় এক ব্যক্তি।
মালবাজার: রাস্তার ধারে চলছে চায়ের দোকান। ঠিক যেমনটা হয়ে থাকে। লোকজন আসে। আড্ডা-গল্প সবই চলে। তবে তার ভিতরে যে এই কারবার চলত কে বুঝবে। অভিযোগ, উঠল চায়ের দোকানের আড়ালেই চলছিল নেশার ওষুধের কারবার। ঘটনায় গ্রেফতার একজন। জলপাইগুড়ির মালবাজার শহরের ঘটনা।
জানা যাচ্ছে, বেশ কয়েকদিন ধরে মাল থানা থেকে ঢিল ছড়া দূরত্বে এক চায়ের দোকানের আড়ালে চলছিল নিষিদ্ধ কফ সিরাপ সিরাপ ও নেশার ট্যাবলেটের কারবার। এদিন আচমকা মালবাজার থানার পুলিশ অভিযান চালিয়ে বাজেয়াপ্ত করে বিপুল পরিমাণে নেশার ওষুধ। যার জেরে গ্রেফতার হয় এক ব্যক্তি।
ওই চায়ের দোকানটি অদেশ রাউত নামের এক ব্যক্তি। দীর্ঘদিন ধরেই এই নেশার ওষুধের কারবারের সঙ্গে যুক্ত বলে সন্দেহ ছিল পুলিশের। বেশ কয়েকদিন ধরে সাদা পোশাকের পুলিশ তার গতিবিধির ওপর নজর রাখছিল। মালবাজার শহরের ঘড়িমোড় এলাকায় তার চায়ের দোকানেই মজুত করা ছিল এই স্টেরয়েড জাতীয় ট্যাবলেট এবং কাফসিরাপ। শনিবার রাতে আচমকাই আইসি সমীর তামাং-এর নেতৃত্বে হানা দেয় মালবাজার থানার পুলিশ। তারপরই উদ্ধার হয় সেটি। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃত অদেশ রাউতকে আজ জলপাইগুড়ি আদালতে পেশ করা হবে। জিজ্ঞাসাবাদ করে আরও তথ্য আদায়ের জন্য আদালতে নিজেদের হেফাজতে আবেদন করবে মালবাজার থানার পুলিশ।