Murder: রড দিয়ে বেধড়ক মেরে মাকে ‘খুন’, গ্রেফতার ছেলে
Murder: চাঞ্চল্যকর এ ঘটনাটি ঘটেছে মেটেলি ব্লকের চালসা সংলগ্ন মঙ্গলবাড়ি বস্তি এলাকায়। ধৃত ছেলের নাম সাজান ওঁরাও। মৃত মায়ের নাম সোমারী ওঁরাও।
জলপাইগুড়ি: কয়েক মাস আগে মুর্শিদাবাদের (Murshidabad) রেজিনগর থানার জগভনপুর গ্রামের বাসিন্দা গায়ত্রী মণ্ডলকে ধারল অস্ত্র দিয়ে কুপিয়ে খুন (Murder) করেছিল ছেলে। ছেলে সন্দীপ মণ্ডলের (৪০) মানসিক সমস্যা ছিল বলে প্রাথমিক তদন্তে জানতে পারে পুলিশ। এবার যেন একই ঘটনার পুনরাবৃত্তি দেখতে পাওয়া গেল জলপাইগুড়িতে (Jalpaiguri)। নিজের মাকে লোহার রড ও গাছের ডাল দিয়ে পিটিয়ে খুন করার অভিযোগে ছেলেকে গ্রেফতার করল পুলিশ।
চাঞ্চল্যকর এ ঘটনাটি ঘটেছে মেটেলি ব্লকের চালসা সংলগ্ন মঙ্গলবাড়ি বস্তি এলাকায়। ধৃত ছেলের নাম সাজান ওঁরাও। মৃত মায়ের নাম সোমারী ওঁরাও (৪৭)। বুধবার খবর পেয়ে মেটেলি থানার পুলিশ মৃত মহিলার দেহ উদ্ধার করে। এরপরই মৃতার পরিবারের অভিযোগের ভিত্তিতে ছেলেকে গ্রেফতার করে পুলিশ। পুলিশ সূত্রে খবর,মঙ্গলবার রাতে মা ছেলের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়। দীর্ঘক্ষণ চলে বচসা। স্থানীয় সূত্রে খবর, তখনই লোহার রড দিয়ে মাকে পেটাতে শুরু করে সাজান। এমনকী গাছ ডাল নিয়ে এসেও চড়াও হয় বলে অভিযোগ। এদিকে ছেলের রণংদেহী মূর্তি দেখে তাঁকে থামাতে যান বাবা হেমশঙ্কর ওঁরাও। কিন্তু, মারমুখী ছেলের হাত থেকে রেহাই পাননি তিনিও। তাঁর গায়েও হাত তোলে সাজান।
এদিকে ছেলের মারে গুরুতরভাবে আহত হন সোমারী ওঁরাও। দীর্ঘক্ষণ মাটিতে লুটিয়েও পড়ে ছিলেন। ঘরেই মৃত্যু হয় তাঁর। এদিকে রাতে প্রতিবেশী না এলেও সকালে খোঁজাখুজি করতেই সামনে এসে যায় আসল ঘটনা। যদিও ততক্ষণে সব শেষ। চালসার মঙ্গলবাড়ি গ্রামীন হাসপাতালে নিয়ে যাওয়া হয় সোমারী ওঁরাওকে। কিন্তু, সেখানে তাঁকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। খবর যায় মেটেলি থানায়। ততক্ষণ অভিযুক্তকে গ্রামেই বেঁধে রেখে দেয় প্রতিবেশীরা। পুলিশ এসে তাঁকে গ্রেফতার। ইতিমধ্যেই সোমারী দেবীর মৃতদেহ ময়নাতদন্তের জন্য জলপাইগুড়ি সদর হাসপাতালে পাঠিয়েছে পুলিশ।