Pathashree Scheme: কোথাও ১ কোটি, কোথাও ১২ লক্ষ, একই রাস্তার একাধিক খরচের খতিয়ান, পথশ্রীর কাজ আটকে বিক্ষোভে গ্রামবাসীরা
Pathashree Scheme: বাসিন্দাদের অভিযোগ, দুই দুইটি বোর্ড লাগানো রয়েছে রাস্তাশ্রী প্রকল্পের। আসলে কোন বোর্ডের কাজ হচ্ছে তা কিন্তু এখনও অজানা। এই বিষয়ে ঠিকাদারের কর্মীরাও সঠিক উত্তর দিতে পারেননি বলে এলাকাবাসীদের অভিযোগ।
ধূপগুড়ি: একই রাস্তার কাজের তিনটি টেন্ডার ঘিরে তৈরি হয়েছে বিতর্ক। রাস্তা চুরির অভিযোগ তুলে কাজ বন্ধ করে বিক্ষোভ দেখালেন গ্রামবাসীরা। ব্যাপক চাঞ্চল্য, ধূপগুড়ি (Dhupguri) ব্লকের মাগুড়মারি ২ নম্বর গ্রাম পঞ্চায়েত (Panchayat) এলাকায়। গ্রামের একই রাস্তার জন্য টেন্ডার ডাকা হয়েছে তিন তিনবার, এমনটাই অভিযোগ গ্রামবাসীদের। এমনকী রাস্তা তৈরির পূর্বে লাগানো হয়েছে দুটি কর্যবিবরণী বোর্ড। তবে আশ্চর্যজনকভাবে যে দুটি বোর্ড লাগানো হয়েছে সেই বোর্ড অনুযায়ী রাস্তার কাজ না শুরু করে অন্য টেন্ডারের কাজ শুরু করা হয়েছে। যেটার নাকি এখনও পর্যন্ত কার্যবিবরণী দিয়ে কোনও বোর্ড লাগানো হয়নি। এমনই গুরুতর অভিযোগ গ্রামবাসীদের।
অবিশ্বাস্য হলেও এমনই ঘটেছে ধূপগুড়ি ব্লকের উত্তর আলতা গ্রামে। সূত্রের খবর, পথশ্রী প্রকল্পে মাগুরবাড়ি দু’নম্বর গ্রাম পঞ্চায়েতের ভাঙ্গা অঞ্চল থেকে মাগুরমারি পূর্ব আলতা গ্রাম পর্যন্ত একটি রাস্তার কাজ শুরু হয়েছে। এই কাজ শুরুর কাগে লাগানো হয়েছে দুটি বিবরণী বোর্ড। যেখানে উল্লেখ রয়েছে দু ধরনের অর্থের পরিমাণ। যাকে ঘিরে তৈরি হয়েছে বিতর্ক।
আর সেই কারণে কাজ শুরু হওয়ার আগেই পথশ্রীর কাজ আটকে দিয়ে বিক্ষোভ দেখালেন গ্রামবাসীরা। বিক্ষোভের ফলে কাজ বন্ধ করে দিতে বাধ্য হয় ঠিকাদার সংস্থার কর্মীরা। সূত্রের খবর, শুক্রবার ধূপগুড়ি ব্লকের মাগুরমারি ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের পূর্ব আলতা গ্রামের পথশ্রী প্রকল্পের অধীনে ভাঙার অঞ্চল থেকে কল্যান সংঘ হইতে ১৫ নং ওয়ার্ডের পর্যন্ত তিন কিলোমিটার পাকা রাস্তা নির্মাণের কাজ হওয়ার কথা রয়েছে। যার জন্য বরাদ্দ হয়েছে ১ কোটি ৪১ লক্ষ ৮ হাজার ২৫৭ টাকা। যা লেখা রয়েছে রাস্তার সামনে লাগানো বোর্ডে। ঠিক তার পাশে আরেকটি বোর্ড লাগানো হয়েছে যেখানে লেখা রয়েছে ভাঙা অঞ্চল থেকে মাগুরমারী পূর্ব আলতা গ্রাম পর্যন্ত এক কিলোমিটার রাস্তা তৈরি হবে। যেখানে টাকার পরিমান লেখা রয়েছে ১২ লক্ষ ৪ হাজার ২৮৯ টাকা ২০ পয়সা। এমনই একেক জায়গায় একেক রকম অর্থের পরিমাণ লেখা রয়েছে, যাকে ঘিরেই তৈরি হয়েছে গোটা বিতর্ক।
বাসিন্দাদের অভিযোগ দুই দুইটি বোর্ড লাগানো রয়েছে রাস্তাশ্রী প্রকল্পের। আসলে কোন বোর্ডের কাজ হচ্ছে তা কিন্তু এখনও অজানা। এই বিষয়ে ঠিকাদারের কর্মীরাও সঠিক উত্তর দিতে পারেননি বলে এলাকাবাসীদের অভিযোগ। যার ফলেই তারা কাজ বন্ধ করে দিয়ে বিক্ষোভ দেখাতে থাকেন। এই বিষয়ে জলপাইগুড়ির জেলাশাসক মৌমিতা গোদারা বসু বলেন, “ধূপগুড়ি এবং রানাঘাট ব্লকের বিভিন্ন পথশ্রী রাস্তার কাজ আজ আমি ঘুরে দেখলাম। এই বিষয়ে এখনও কোনও অভিযোগ আমার কাছে আসেনি। যদি এই ধরনের ঘটনা ঘটে থাকে তাহলে বিডিওকে বলব এলাকায় গিয়ে গ্রামবাসীদের সঙ্গে কথা বলতে।”