Road Accident: সাপ্তাহিক হাট থেকে ফেরার পথে চুইখিমে উল্টে গেল গাড়ি, জখম ১৭
Chuikhim: পাহাড়ে ঘেরা চুইখিম ইদানিং পর্যটকদের জন্য বেশ মোহময় হয়ে উঠেছে। পাহাড়ের কোলে সবুজ ঘেরা ছোট্ট এই গ্রামকে সবটুকু ঢেলে দিয়েছে প্রকৃতি।
জলপাইগুড়ি: রবিবার বিকেলে ভয়ঙ্কর দুর্ঘটনা ঘটল মাল মহকুমার চুইখিম এলাকায়। শ্রমিকবোঝাই গাড়ি উল্টে ১৭ জন আহত হয়েছেন। কারও কারও আঘাত বেশ গুরুতর বলেই জানা গিয়েছে। জানা গিয়েছে, হাট সেরে পাহাড়ে ওঠার সময় এই দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, শ্রমিকবোঝাই গাড়িটি একেবারে পাহাড়ের কিনারায় গিয়ে পাল্টি খেয়ে যায়। বরাত জোরে বড় বিপদ এড়ানো গিয়েছে। স্থানীয়রা তড়িঘড়ি ওই শ্রমিকদের উদ্ধার করে স্থানীয় ওদলাবাড়ি হাসপাতালে নিয়ে যান। তবে সেখানে প্রাথমিক চিকিৎসার পর শিলিগুড়িতে স্থানান্তরিত করা হয়। প্রাথমিক অনুমান, গাড়িটির ব্রেক কাজ করেনি। ব্রেক ফেল করেই উল্টে যায় সেটি।
প্রত্যেক রবিবার মাল মহকুমার ওদলাবাড়িতে সাপ্তাহিক হাট বসে। সেই হাটে ভিড় করেন স্থানীয় এলাকার মানুষ। শুধু স্থানীয়রাই নন, পাহাড় থেকেও অনেকে নেমে আসেন এই হাটে বাজার করতে। রবিবার গেছো বস্তি থেকে একটি গাড়ি নিয়ে ১৭ জন গিয়েছিলেন হাটে। প্রয়োজনীয় জিনিস কিনে ফেরার পথেই ঘটে বিপত্তি। চুইখিম এলাকায় পাহাড়ি পথে মোড় নিতে গিয়েই ঘটে বিপত্তি। আচমকাই দুর্ঘটনার মুখে পড়ে ওই গাড়ি। পাহাড়ের একেবারে ধারে গিয়ে সেই গাড়ি উল্টে যায় বলে স্থানীয়রা জানান।
এদিকে গাড়িতে যাঁরা ছিলেন, তাঁরা এদিক ওদিক ছড়িয়ে ছিটিয়ে পড়ে যান। এদিকে গাড়ি উল্টে যাওয়ার আগে বিকট শব্দ হয়। তা শুনেই আশেপাশের লোকজন ছুটে যান। তাঁরাই পাহাড়ি রাস্তায় পড়ে থাকা শ্রমিকদের তুলে ওদলাবাড়ি হাসপাতালে নিয়ে যান। তবে ১৭ জনের মধ্যে বেশ কয়েকজনের আঘাত গুরুতর হওয়ায় মাল সুপার স্পেশালিটি হাসপাতাল ও শিলিগুড়ির উত্তরবঙ্গ মেডিকেল কলেজে স্থানান্তরিত করা হয়। খবর পেয়ে ঘটনাস্থলে যায় মালবাজার থানার পুলিশ। থানার আইসি সুজিত লামা জানান, আহতরা সকলেই ভাল আছেন। দুর্ঘটনাগ্রস্ত গাড়িটিকে থানায় নিয়ে যাওয়া হয়েছে।
পাহাড়ে ঘেরা চুইখিম ইদানিং পর্যটকদের জন্য বেশ মোহময় হয়ে উঠেছে। পাহাড়ের কোলে সবুজ ঘেরা ছোট্ট এই গ্রামকে সবটুকু ঢেলে দিয়েছে প্রকৃতি। ছোট ছোট বেশ কয়েকটি হোম স্টেও গড়ে উঠেছে। গ্রামের লোকজন সেগুলি দেখভাল করেন। তবে এই গ্রামের কাছে বড় বাজার বলতে ওদলাবাড়িই ভরসা। সপ্তাহে দিন বাধা রয়েছে। সেদিনগুলি গ্রাম থেকে গাড়ি নিয়ে ওদলাবাড়ি যান স্থানীয়রা। বাজারহাট করেন। রবিবারের হাটের উপর নির্ভর করেন অনেকেই। সেই হাট থেকে ফেরার পথেই এদিন মারাত্মক বিপদের মুখে পড়ে একটি গাড়ি।