Jhargram: বিজেপির বুথ সভাপতির উপর হামলার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে

Jhargram: ঝাড়গ্রামের গোপীবল্লভপুর ২ ব্লকের চর্চিতা অঞ্চলের ঘটনা। সেখানে চর্চিতা বুথের বিজেপির বুথ সভাপতি চন্দ্রশেখর বেরার উপর হামলার অভিযোগ উঠল তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে।

Jhargram: বিজেপির বুথ সভাপতির উপর হামলার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে
ঝাড়গ্রামে হামলা (নিজস্ব চিত্র)
Follow Us:
| Edited By: | Updated on: Dec 18, 2022 | 9:22 AM

ঝাড়গ্রাম: সামনে পঞ্চায়েত ভোট (Panchayet Election)। নির্বাচনের (Election) আগে ঘর গোছাতে ব্যস্ত সকলে। এমন আবহে ঝাড়গ্রামে চলছিল তৃণমূলের বাইক মিছিল। আর সেই মিছিল থেকেই এবার হামলার অভিযোগ বিজেপির বুথ সভাপতির উপর।

ঝাড়গ্রামের গোপীবল্লভপুর ২ ব্লকের চর্চিতা অঞ্চলের ঘটনা। সেখানে চর্চিতা বুথের বিজেপির বুথ সভাপতি চন্দ্রশেখর বেরার উপর হামলার অভিযোগ উঠল তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে। জানা গিয়েছে, শুক্রবার ওই অঞ্চলের তৃণমূলের একটি বাইক মিছিল চলছিল। সেই মিছিলের পরে তৃণমূল কংগ্রেসের সভাপতি রাজিব কর সহ আরও বেশ কয়েকজন বাঁশ, রড দিয়ে ওই বিজেপি নেতার উপর হামলা চালায় বলে অভিযোগ।

সেই সময় ওই বিজেপি নেতাকে বাঁচাতে যায় তাঁর স্ত্রী সরস্বতী বেরা। অভিযোগ সেই সময় তাঁর উপরও হামলা চালানো হয়। এমনকী তাঁর কানে থাকা সোনার দুলও নিয়ে নেয় হামলাকারীরা বলে অভিযোগ ওঠে। ওই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। গুরুতর আহত বিজেপি নেতা চন্দ্রশেখর বেরাকে তপসিয়া গ্রামীণ হাসপাতালে ভর্তি করা হয়েছে। শনিবার আহত বিজেপি নেতাকে দেখতে হাসপাতালে যান বিজেপির ঝাড়গ্রাম জেলার সভাপতি তুফান মাহাতো সহ বিজেপির অন্যান্য নেতৃত্বরা। ওই ঘটনার তীব্র নিন্দা করে বিজেপির ঝাড়গ্রাম জেলার সভাপতি তুফান মাহাতো অভিযুক্তদের দ্রুত গ্রেফতার করার দাবি জানান। সেই সঙ্গে বেলিয়াবেড়া থানায় গিয়ে শনিবার বিজেপি দলের পক্ষ থেকে তৃণমূল কংগ্রেসের নেতা রাজিব কর সহ কয়েকজনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়। অভিযুক্তদের দ্রুত গ্রেফতার না করলে বিজেপির দলের পক্ষ থেকে জোরদার আন্দোলন করা হবে বলে বিজেপির জেলা সভাপতি তুফান মাহাতো জানান।

অপরদিকে, গোটা ঘটনা অস্বীকার করে গোপীবল্লভপুর দু’নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি টিঙ্কু পাল বলেন, “ওরা তৃণমূল কংগ্রেসের পতাকা পুড়িয়ে দিয়েছিল। তাই নিয়ে একটা বচসা-ধাক্কাধাক্কি হয়। সেই রকম রকম কোনও কিছুই ঘটনা ঘটেনি।”