Kurmi Protest: রাস্তায় অস্ত্র হাতে নাচ-গান করে বনধ পালন কুড়মিদের

Kurmi Protest: সকাল থেকে পথে নামেনি কোনও বেসরকারি বাস। তবে ট্রেন চলাচল রয়েছে স্বাভাবিক। এই বনধকে ঘিরে প্রশাসন যথেষ্ট সতর্ক। রাস্তার মোড়ে মোড়ে প্রচুর পুলিশ মোতায়েন রয়েছে। এখনও অবধি কোনও দোকানপাট খোলা হয়নি।

Kurmi Protest: রাস্তায় অস্ত্র হাতে নাচ-গান করে বনধ পালন কুড়মিদের
কুড়মিদের বনধ পালন (নিজস্ব চিত্র)
Follow Us:
| Edited By: | Updated on: Apr 26, 2023 | 10:01 AM

অনির্বাণ বন্দ্যোপাধ্যায়, গয়া দন্ডপাট, হিরক মুখোপাধ্যায়

জঙ্গলমহল: কুড়মি সমাজের কেন্দ্রীয় কমিটির ডাকে ১২ ঘণ্টার বন্ধ পালিত হচ্ছে জঙ্গলমহল জুড়ে। এর প্রভাব পড়েছে পুরুলিয়ার বেসরকারি বাস পরিবহনে। সকাল থেকে পথে নামেনি কোনও বেসরকারি বাস। তবে ট্রেন চলাচল রয়েছে স্বাভাবিক। এই বনধকে ঘিরে প্রশাসন যথেষ্ট সতর্ক। রাস্তার মোড়ে মোড়ে প্রচুর পুলিশ মোতায়েন রয়েছে। এখনও অবধি কোনও দোকানপাট খোলা হয়নি। (প্রথম দিক থেকে সর্বশেষ তথ্য)

কেন বনধ?

আদিবাসী কুড়মি জাতিকে তফশিলি উপজাতির তালিকাভুক্ত করা, সারনা ধর্মের স্বীকৃতি, কুড়মালি ভাষাকে সংবিধানের অষ্টম তফসিলের অন্তর্ভুক্ত করা-সহ রাজ্য সরকারের সিআরআই (কালচারাল রিসার্চ ইনস্টিটিউট) রিপোর্ট কেন্দ্রীয় সরকারের কাছে পাঠানোর দাবিতে ১ এপ্রিল থেকে জঙ্গলমহলে শুরু হয় ‘ঘাঘর ঘেরা’ নামের অবরোধ কর্মসূচি। পরে তা সাময়িকভাবে প্রত্যাহার করে নেওয়া হলেও ফের এ দিন বনধের ডাক দেন তাঁরা।

বনধের আওতায় কী কী থাকবে? আজ সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান থেকে শুরু করে যানবাহন অফিস-আদালত বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছেন কুড়মিরা।

বনধের আওতায় কী কী থাকছে না?

খোলা থাকছে সমস্ত জরুরি পরিষেবা। এই বন্ধের আওতায় ডাক্তারের গাড়ি, সাংবাদিকদের গাড়ি। খোলা থাকবে ওষুধ দোকান। আটকানো যাবে না দমকল, পানীয় জলের গাড়ি, ওষুধের গাড়ি ও দুধের গাড়ি।

  1. কুড়মিদের ডাকা হুড়কা জ্যাম এর ব্যাপক প্রভাব পড়ল একদা মাওঅধ্যুষিত পিড়াকাটায়। সকাল থেকেই বন্ধ দোকানপাট। রাস্তাঘাটে শুনশান। এলাকায় মোতায়েন পুলিশ বাহিনী।
  2. বনধের সমর্থনে বাঁকুড়ার জঙ্গলমহলের বিভিন্ন জায়গায় বাইক র‍্যালি করছে কুড়মিরা। সারেঙ্গায় বাইক র‍্যালি থেকে জোর করে দোকান বন্ধ করে দেওয়ার ছবি ধরা পড়ল।
  3. বনধকে সফল করতে পুরুলিয়া শহরের রাস্তায় কুড়মি সম্প্রদায়ের মানুষের মিছিল। নিজেদের দাবি দাওয়া ভিত্তিক ব্যানার পোস্টার হাতে নিয়ে মিছিলে হাঁটেন শতাধিক কুড়মি সম্প্রদায়ের মানুষজন।
  4. টাঙ্গি, তরোয়াল সহ বিভিন্ন প্রথাগত অস্ত্র নিয়ে কুড়মিরা রাস্তায় নেমে ধামসা মাদলের তালে তালে নিজস্ব সংস্কৃতিকে তুলে ধরলেন। তাঁদের দাবি কুড়মিদের নিজস্ব ভাষা, নিজস্ব সমাজ ব্যবস্থা থাকার পাশাপাশি নিজস্ব সংস্কৃতিও রয়েছে।
  5. কুড়মিরা বনধ অবরোধের পাশাপাশি বাঁকুড়ার সিমলাপাল ব্লকের বিক্রমপুর এলাকায় মেতে উঠলেন নাচে গানে। বনধ অবরোধের পাশাপাশি নিজেদের স্বতন্ত্র সংস্কৃতি তুলে ধরতে ধামসা, মাদল, ঢোল নিয়ে তাঁরা মেতে উঠলেন নাচে গানে।
  6. কুড়মিদের ডাকা বনধের জেরে ব্যাহত জনজীবন। পশ্চিম মেদিনীপুর জেলার কেশিয়াড়ি ব্লকের হাতিয়ার এলাকায় কেশিয়াড়ি খরগোপুর রাজ্য সড়ক অবরোধ করছে বনধ সমর্থনকারীরা। রাস্তার উপর একরকম ব্যারিকেট তৈরি করেই এই অবরোধে সামিল কুড়মি সম্প্রদায়ের মানুষজন। তারপরে সমস্যায় পড়েছেন ওই রাস্তায় যাতায়াতকারী সাধারণ মানুষ।
  7. এরপরও সি আর আই রিপোর্ট পাঠানো না হলে সেক্ষেত্রে আগামী দিনে আরও বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন কুড়মি নেতারা।
  8. বনধের প্রভাব পড়েছে বাঁকুড়ার রাইপুর, রানীবাঁধ, সারেঙ্গা ও খাতড়া ব্লক এলাকাতেও। তবে বাঁকুড়া সদর ও বিষ্ণুপুর মহকুমা এলাকায় এই বনধের তেমন কোনও প্রভাব নেই।
  9. আজ সকাল থেকেই বাঁকুড়ার সিমলাপাল ব্লকের বিক্রমপুর এলাকায় পথ অবরোধ কর্মসূচি শুরু করেন কুড়মিরা। এর জেরে বাঁকুড়া ঝাড়গ্রাম রাজ্য সড়কে যান চলাচল পুরোপুরি বিপর্যস্ত। বাইক বা সাইকেল নিয়ে যারা যাতায়াত করছেন তাঁদেরও রীতিমত নাকাল হতে হচ্ছে। বনধের জেরে দোকান পাট সকাল থেকেই বন্ধ।