উত্তরকন্যা অভিযানের শুরুতেই অশান্তির আঁচ, নাগরাকাটায় যুব মোর্চা কর্মীদের আটকাল পুলিস!

সোমবার সকালে নাগরাকাটা ভানু মোড় এলাকায় সংসদ জন বার্লা ও নেতা কর্মীদের আটকান মালবাজারের সিআই আশিস থাপা।

উত্তরকন্যা অভিযানের শুরুতেই অশান্তির আঁচ, নাগরাকাটায় যুব মোর্চা কর্মীদের আটকাল পুলিস!
নাগরাকাটায় যুব মোর্চা কর্মীদের আটকাল পুলিস!
Follow Us:
| Updated on: Dec 07, 2020 | 10:26 AM

মালবাজার: শুরুতেই মিলল আঁচ। প্রত্যাশিতভাবেই উত্তরবঙ্গের প্রশাসনিক ভবন উত্তরকন্যা ঘেরাও অভিযান কর্মসূচিতে যোগ দিতে যাওয়া বিজেপির যুব মোর্চার কর্মীদের আটকাল পুলিস (BJP’s Uttarkanya Abhijan)। সোমবার সকালে নাগরাকাটা ভানু মোড় এলাকায় সংসদ জন বার্লা ও নেতা কর্মীদের আটকান মালবাজারের সিআই আশিস থাপা।

সোমবার পূর্ব ঘোষণা মতো বিজেপির যুব মোর্চার উত্তরকন্যা ঘেরাও অভিযান রয়েছে। সকালে আলিপুরদুয়ারের সাংসদ জন বার্লার নেতৃত্বে কর্মীরা সেই কর্মসূচি যোগ দিতে যাচ্ছিলেন। নাগরাকাটা পৌঁছতেই তাঁদের পথ আটকায় পুলিস। মালবাজারের সিআই আশিস থাপা তাঁদের যেতে বাধা দেন। সেই ছবি সাংবাদিকরা তুলতে গেলে, তাঁদের সঙ্গেও দুর্ব্যবহার করার অভিযোগ ওঠে পুলিসকর্তার বিরুদ্ধে। এরপর বিজেপির যুব মোর্চার কর্মীদের বিক্ষোভের মুখে পড়ে তাঁদের ছেড়ে দিতে বাধ্য হন পুলিসকর্তা।

উল্লেখ্য, কয়েকদিন ধরেই ‘আর নয় কর্মসূচি’ শুরু করেছে বিজেপি। ‘অন্যায়’ এর বিরুদ্ধে সুর চড়াতে উত্তরকন্যা অভিযানে যোগ দিতে শিলিগুড়িতে আসছেন বলেও ভিডিয়ো বার্তায় জানিয়েছেন বিজেপির যুব মোর্চার সর্বভারতীয় সভাপতি তেজস্বী সূর্য।  উত্তরকন্যা ঘেরাও অভিযান ছাড়াও বিজেপির রয়েছেল আরও একাধিক কর্মসূচি।

সূত্রের খবর, বিজেপির পরিকল্পনা রয়েছে, এদিন দুদিক থেকে ঘিরে ফেলা হবে উত্তরকন্যাকে। বেলা ১১টা নাগাদ শিলিগুড়ি, জলপাইগুড়ি থেকে মিছিল বার হবে। একাধিক নেতা বিভিন্ন দিক থেকে মিছিলে নেতৃত্ব দেবেন।

শিলিগুড়ি. জলপাইগুড়ি থেকে যে মিছিলটি বার হবে, তাতে নেতৃত্ব দেবেন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। মিছিলে থাকবেন যুব মোর্চার সর্বভারতীয় সভাপতি তেজস্বী সূর্য, রাজ্য যুব মোর্চার সভাপতি সৌমিত্র খাঁ। অন্যদিকে, জলপাইগুড়ির ফুলবাড়ি মোড় থেকে আরও একটি মিছিল বার হবে। তাতে সামনের সারিতে থাকছেন কৈলাস বিজয়বর্গীয়, অরবিন্দ মেনন, মুকুল রায়রা।

আরও পড়ুন: সরকারি হাসপাতাল ‘ভাড়া’ নিয়ে রাজ্যে মেডিক্যাল কলেজ গড়বে বেসরকারি সংস্থা

বিজেপির উত্তরকন্যা অভিযান ঘিরে তত্পর রাজ্য সরকারও। ইতিমধ্যেই জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারের বিভিন্ন রাস্তায় পুলিস মোতায়েন রয়েছে। এর আগে বিজেপির নবান্ন অভিযান ঘিরে তুলকালাম হয়েছিল। এবার সেরকম কিছু সম্ভাবনা এড়াতেই কড়া প্রহরায় পুলিস।