গঙ্গা ভাঙন ‘জাতীয় বিপর্যয়’, প্রধানমন্ত্রীকে চিঠি অধীরের
প্রধানমন্ত্রীর কাছে অধীরের আর্জি, অবিলম্বে ‘জাতীয় বিপর্যয়’ ঘোষণা করে নদীর পাড় বরাবর ভূমিক্ষয় রোধে তহবিল বরাদ্দ করুক কেন্দ্র। পাশাপাশি সেচ যেহেতু রাজ্যের এক্তিয়ারে, তাই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) কে চিঠি দিয়ে কেন্দ্রের সঙ্গে সমন্বয় রেখে সক্রিয় হতে অনুরোধ করেছেন অধীর।
মালদহ: মালদা-মুর্শিদাবাদ জেলায় তীব্র হচ্ছে গঙ্গা ভাঙন। তাই এই নদী ভাঙনকে ‘জাতীয় বিপর্যয়’ ঘোষণা করে ব্যবস্থা গ্রহণের জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (PM Narendra Modi)-কে চিঠি দিলেন বহরমপুরের সাংসদ অধীর রঞ্জন চৌধুরী (Adhir Ranjan Chowdhury)।
মালদহ জেলার কালিয়াচক, বৈষ্ণবনগর মানিকচকে ভয়াবহ গঙ্গা ভাঙনে গ্রামের পর গ্রাম গঙ্গা গর্ভে তলিয়ে গিয়েছে। মুর্শিদাবাদেও বিস্তীর্ণ অংশে গঙ্গা-পদ্মার ভাঙন হয়েছে। লক্ষ লক্ষ মানুষের জীবন ও জীবিকা গঙ্গা ভাঙনের ফলে বিপর্যস্ত। এই প্রেক্ষিতে শনিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে গঙ্গা ভাঙনকে জাতীয় বিপর্যয় ঘোষণা করার আবেদন জানালেন অধীর রঞ্জন চৌধুরী।
প্রধানমন্ত্রীর কাছে তাঁর আর্জি, অবিলম্বে ‘জাতীয় বিপর্যয়’ ঘোষণা করে নদীর পাড় বরাবর ভূমিক্ষয় রোধে তহবিল বরাদ্দ করুক কেন্দ্র। পাশাপাশি সেচ যেহেতু রাজ্যের এক্তিয়ারে, তাই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) কে চিঠি দিয়ে কেন্দ্রের সঙ্গে সমন্বয় রেখে সক্রিয় হতে অনুরোধ করেছেন অধীর।
ফরাক্কা থেকে জলঙ্গি পর্যন্ত ৯৪ কিলোমিটার অঞ্চলে প্রতি বছর নদী ভাঙনের ফলে জমি-বাড়ি তলিয়ে যায়। বহু মানুষ গৃহহীন হয়ে পড়েন। রুটি-রুজি, ঘর হারানো মানুষ ভিন রাজ্যে কাজ করতে গিয়ে ‘বাংলাদেশি অনুপ্রবেশকারী’র তকমা পান। এমনই দাবি কংগ্রেস সাংসদের।
আরও পড়ুন: ‘বোকা বিড়ালটিকে নিয়ে যান’, কৈলাশ প্রসঙ্গে তীব্র কটাক্ষ তথাগতর
মহারাষ্ট্রের বাইকুল্লায় একটা কলোনি আছে, যেখানে নদীর গ্রাসে জমি-বাড়ি হারানো বাংলার মানুষ থাকেন। দীর্ঘ দিনের এই সমস্যা সমাধানে ইউপিএ আমলের মতোই তহবিল বরাদ্দ করে এবং রাজ্যের সঙ্গে হাত মিলিয়ে কাজ করার জন্য প্রধানমন্ত্রীর কাছে আর্জি জানিয়েছেন অধীর চৌধুরী।