Teeka Express: ভ্যাকসিন নিতে অনীহা কেন? জানতে এবার গৌড়বঙ্গে ছুটবে টিকা এক্সপ্রেস

Maldah: জেলা স্বাস্থ্য দফতর সূত্রে জানা গিয়েছে, গ্রামীণ এলাকায় হাট বাজার, বাস স্ট্যান্ড-সহ বিভিন্ন জনবহুল এলাকায় স্বাস্থ্য দফতরের কর্মীরা টিকা এক্সপ্রেসের গাড়ি নিয়ে হাজির হবেন।

Teeka Express: ভ্যাকসিন নিতে অনীহা কেন? জানতে এবার গৌড়বঙ্গে ছুটবে টিকা এক্সপ্রেস
কোন করোনায় টিকা পাবে শিশুরা? ফাইল ছবি।
Follow Us:
| Edited By: | Updated on: Dec 14, 2021 | 12:30 PM

মালদহ: এবার মালদহে দৌড়বে ভ্যাকসিন এক্সপ্রেস। মালদহ জেলায় এখনও প্রায় ৪ লক্ষ ১৩ হাজার মানুষ করোনার ভ্যাকসিনের দ্বিতীয় ডোজ় নেননি। বিভিন্ন অনীহায় সাধারণ মানুষ প্রথম ডোজ় নেওয়ার পর দ্বিতীয় ডোজ় নিচ্ছেন না। সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বাড়াতে ও ভ্যাকসিনের লক্ষ্যমাত্রা দ্রুত ছুঁতে করতে স্বাস্থ্য দফতরের উদ্যোগে অভিনব পদক্ষেপ করা হয়েছে।

টিকা এক্সপ্রেসের মাধ্যমে জেলার গ্রামীণ এলাকায় সাধারণ মানুষকে দেওয়া হবে ভ্যাকসিন। মালদহ জেলা স্বাস্থ্য দফতরের পক্ষ থেকে ১৫ ডিসেম্বর থেকে এই পরিষেবা শুরু হচ্ছে। স্বাস্থ্য দফতর সূত্রে জানা গিয়েছে, আগামী ১৫ ডিসেম্বর থেকে মালদহ জেলার হরিশচন্দ্রপুর-২ ও গাজোল ব্লকে টিকা এক্সপ্রেসের মাধ্যমে করোনা ভ্যাকসিন দেওয়া হবে।

জেলার এই দুই ব্লক বেছে নেওয়ার অন্যতম কারণ হল, মালদহের অন্যান্য জায়গার তুলনায় হরিশচন্দ্রপুর-২ ও গাজোল টিকাকরণে পিছিয়ে রয়েছে। স্বাস্থ্য দফতরে পক্ষ থেকে তাই এই দু’টি ব্লকে প্রথম পর্যায়ে চালু করা হচ্ছে টিকা এক্সপ্রেস।

জেলা স্বাস্থ্য দফতর সূত্রে জানা গিয়েছে, গ্রামীণ এলাকায় হাট বাজার, বাস স্ট্যান্ড-সহ বিভিন্ন জনবহুল এলাকায় স্বাস্থ্য দফতরের কর্মীরা টিকা এক্সপ্রেসের গাড়ি নিয়ে হাজির হবেন। সেখানে টিকা নিয়ে প্রচার করা হবে। যাঁরা এখনও টিকা নেননি তাঁদের ওই গাড়ি থেকেই স্বাস্থ্যকর্মীরা টিকা দেবেন। ভ্রাম্যমাণ টিকাকেন্দ্রে সমস্ত সুযোগ-সুবিধা থাকবে।

মালদা জেলা স্বাস্থ্য দফতর সূত্রে জানা গিয়েছে, বর্তমানে প্রায় ২৫ লক্ষ মানুষের ভ্যাকসিনের প্রথম ডোজ় নেওয়া সম্পন্ন হয়েছে। দ্বিতীয় ডোজ় নিয়েছেন ৯ লক্ষ মানুষ। দ্বিতীয় ডোজ়ের সময় হলেও এখনও ৪ লক্ষ ১৩ হাজার মানুষ তা নেননি।

মালদা জেলা স্বাস্থ্য দফতরের ডেপুটি সিএমওএইচ (৩) চিকিৎসক সব্যসাচী চক্রবর্তী জানান, সাধারণ মানুষের মধ্যে ভ্যাকসিন নেওয়ার ক্ষেত্রে অনীহা থাকার জন্যই এখন অবধি অনেকেই তা নেননি। মালদহ জেলার হরিশচন্দ্রপুর ২ ,কালিয়াচক ১, ৩, হবিবপুর, গাজোল ব্লকে টিকাকরণের হার অনেকটাই কম হয়েছে। তিনি বলেন, সবাইকেই টিকা নিতে হবে।

সব্যসাচী চক্রবর্তী বলেন, “টিকা এক্সপ্রেস নামে ভ্যাকসিনেশন সেন্টার্স অন হুইল চালু হবে। অর্থাৎ গাড়িতে করে ভ্যাকসিনেটর, আর সঙ্গে যাঁদের প্রয়োজন, যা যা প্রয়োজন সবকিছু দিয়ে স্বাস্থ্যকর্মী পাঠানো হবে গ্রামেগঞ্জে, বাজার এলাকায়। সেখানে স্থানীয় পঞ্চায়েতের মাধ্যমে প্রচারও চালানো হবে।”

স্বাস্থ্য দফতরের তরফে জানানো হয়েছে, একটি এনজিও তাদের সঙ্গে যৌথভাবে এই উদ্যোগে থাকছে। তারা গাড়ি-সহ অন্যান্য ব্যবস্থাপনা করবে। স্বাস্থ্য দফতরের তরফে ভ্যাকসিনেটর স্টাফ, ভ্যাকসিনের ব্যবস্থা করা হবে।

জেলা স্বাস্থ্য দফতর সূত্রে জানা গিয়েছে, ১৮ বছরের ঊর্ধ্বে এ জেলায় টিকা পেয়েছেন ২৯ লক্ষ ৫৩ হাজার ৩০৮ জন। এর মধ্যে ২৫ লক্ষ ৪০ হাজার ১৯১ জন প্রথম ডোজ় নিয়েছেন। দ্বিতীয় ডোজ় প্রাপকের সংখ্যাটা বেশ কম। ৩৩ শতাংশের কাছাকাছি।

আরও পড়ুন: BJP Protest: শর্তসাপেক্ষে বিজেপিকে সিঙ্গুরে ধরনায় বসার অনুমতি দিল পুলিশ