Maldah Domestic Violence: স্ত্রীর গোপনাঙ্গে লঙ্কার গুঁড়ো গুঁজে দেওয়ার অভিযোগ, নৃশংস ঘটনা মালদায়

Maldah Domestic Violence: পরিবার সূত্রে জানা যাচ্ছে, ইদানীং সীতেশ সেভাবে কাজও করতেন না। ফলে পরিবারে আর্থিক সমস্যা ছিল।

Maldah Domestic Violence: স্ত্রীর গোপনাঙ্গে লঙ্কার গুঁড়ো গুঁজে দেওয়ার অভিযোগ, নৃশংস ঘটনা মালদায়
নিগৃহীতা গৃহবধূ
Follow Us:
| Edited By: | Updated on: Aug 28, 2022 | 3:55 PM

মালদা: স্ত্রীর গোপনাঙ্গে লঙ্কা গুঁজে অকথ্য নির্যাতনের অভিযোগ। স্ত্রী অন্য পুরুষের সঙ্গে প্রেম করছে। স্রেফ সন্দেহের বশেই স্ত্রীর ওপর অকথ্য অত্যাচার চালানোর অভিযোগ উঠল স্বামীর বিরুদ্ধে। নৃশংস ঘটনাটি ঘটেছে মানিকচকের নাজিরপুর বেগমগঞ্জ এলাকায়। মাকে বাঁচাতে গিয়ে আক্রান্ত হয়েছে গৃহবধূর বছর পনেরোর ছেলেও। মানিকচক থানায় অভিযোগ দায়ের করেছেন ওই গৃহবধূ। ঘটনার পর থেকেই পলাতক অভিযুক্ত সীতেশ মণ্ডল।

জানা যাচ্ছে, ষোলো বছর আগে সীতেশের বিয়ে হয়েছে। তাঁর স্ত্রীর বয়ান অনুযায়ী, বিয়ের পর থেকেই নানা কারণে অত্যাচার চালান সীতেশ। কখনও পারিবারিক কোনও অশান্তি, কখনও আবার স্ত্রীর বিবাহ বহির্ভূত সম্পর্ক নিয়ে সন্দেহ করতেন। আর স্রেফ সন্দেহের বশেই তাঁকে ভীষণ মারধর করত।

পরিবার সূত্রে জানা যাচ্ছে, ইদানীং সীতেশ সেভাবে কাজও করতেন না। ফলে পরিবারে আর্থিক সমস্যা ছিল। তার ওপর বিবাহ বহির্ভূত সম্পর্ক নিয়ে সন্দেহ করে ইদানীং স্ত্রীর ওপর অত্যাচার আরও বেড়ে গিয়েছিল। গত শনিবার স্ত্রীকে এই ইস্যুতে মারধর করতে থাকেন। এরপর রান্নাঘর থেকে লঙ্কার গুড়ো নিয়ে এসে গোপানাঙ্গে গুঁজে দেন। মাকে বাঁচাতে গিয়ে আক্রান্ত হন তাঁর ছেলেও। তাকেও ব্যাপক মারধর করা হয়েছে বলে অভিযোগ।

রবিবার স্বামীর বিরুদ্ধে মানিকচক থানায় অভিযোগ দায়ের করেন নিগৃহীতা। তাঁর কথায়, “১৫ বছর বিয়ের পর থেকেই চলত পাশবিক অত্যাচার। কোন কারণ ছাড়াই আমাকে প্রচণ্ড মারধর করে। এতদিন শুধুমাত্র তিন ছেলের মুখ দেখে অত্যাচার সহ্য করে আছি।”