WB Panchayat Election: বামেদের মুখে সন্ত্রাস নিয়ে কথা মানায় না, সেলিমকে পাল্টা ফিরহাদের

বাম আমলের তুলনায় তৃণমূল জমানায় সন্ত্রাস কমেছে বলে দাবি করেছেন ফিরহাদ। তবে ‘বিক্ষিপ্ত’ যে সব হিংসার ঘটনা ঘটেছে তাতে বিরোধীদের মদত রয়েছে বলে অভিযোগ তাঁর। গোলাবারুদ কোথা থেকে বাংলায় আসছে তা নিয়েও প্রশ্ন তুলেছেন তিনি।

WB Panchayat Election: বামেদের মুখে সন্ত্রাস নিয়ে কথা মানায় না, সেলিমকে পাল্টা ফিরহাদের
ফিরহাদ হাকিমImage Credit source: TV9 Bangla
Follow Us:
| Edited By: | Updated on: Jul 05, 2023 | 11:57 PM

মালদা: সিপিএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম রাজ্যে হিংসা নিয়ে তীব্র ভাষায় আক্রমণ করেছিলেন রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেসকে। মালদহে পঞ্চায়েত নির্বাচনের প্রচারে গিয়ে তার জবাব দিলেন কলকাতার মেয়র তথা রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম। মালদহে টিভি৯ বাংলার প্রতিনিধিকে তিনি সাফ জানিয়েছেন, সেলিম সাহেবের মুখে সন্ত্রাসের কথা মানায় না। বাম আমলেই অসম্ভব সন্ত্রাস হয়েছে বলেও মত তাঁর।

সেলিমের কথার জবাব দিতে গিয়ে ফিরহাদ হাকিম বলেছেন, “সেলিমের সাহেবের মুখে সন্ত্রাস মানায় না। উনারা বাংলাকে যে সন্ত্রাস দেখিয়ে গিয়েছেন, তার তুলনা নেই। আমাদের কয়েক হাজার কর্মী মারা গিয়েছেন। বামফ্রন্ট আমলে কী হয়েছে সারা বাংলায় তা ইতিহাস ঘাঁটলেই বোঝা যাবে। আমরা চাই না কোনও মায়ের কোল খালি হোক। সন্ত্রাস বন্ধের অনেক চেষ্টা হয়েছে। সেলিম সাহেবের সেই ছায়া আমরা এখনও মুছতে পারিনি। তাই ৩০০টা ব্লকের মধ্যে ৫টায় গন্ডগোল হয়েছে। আমরা চাইব একটা ব্লকেও গন্ডগোল না হোক। যে রকম ভাবে কেন্দ্রীয় বাহিনী মোড়া বাংলায় মানুষ ভোট দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে এনেছেন। শান্তিপূর্ণ ভোট হলে তৃণমূল একই ভাবে জয়ী হবে। কিছু বিরোধী ভাই আছেন, তাঁরা উস্কানি দিচ্ছেন। বাংলাকে অশান্ত করতে চাইছেন। বাংলার বদনাম করতে চাইছে। আমি পুলিশ প্রশাসনকে বলব, কড়া হাতে সন্ত্রাসের মোকাবিলা করুন। তৃণমূল কংগ্রেস সন্ত্রাস চায় না।”

বাম আমলের তুলনায় তৃণমূল জমানায় সন্ত্রাস কমেছে বলে দাবি করেছেন ফিরহাদ। তবে ‘বিক্ষিপ্ত’ যে সব হিংসার ঘটনা ঘটেছে তাতে বিরোধীদের মদত রয়েছে বলে অভিযোগ তাঁর। গোলাবারুদ কোথা থেকে বাংলায় আসছে তা নিয়েও প্রশ্ন তুলেছেন তিনি। তবে বাংলা থেকে পুরোপুরি সন্ত্রাস বন্ধ হলে তিনি খুশি হবেন বলেও জানিয়েছেন।