বাড়ির অদূরেই উদ্ধার পিকআপ ভ্যানচালকের ঝুলন্ত দেহ
প্রতিবেশীদের কাছ থেকেই পরিবারের সদস্যরা খবর পান, বাড়ির অদূরে আমগাছে গলায় ফাঁস লাগিয়ে ঝুলছেন তিনি।
মালদা: বাড়ির অদূরেই আম গাছে যুবকের ঝুলন্ত দেহ উদ্ধার। মৃত্যুর কারণ নিয়ে ধোঁয়াশা। পুরাতন মালদার মোকাতিপুর কলোনি এলাকার ঘটনা। মৃতের নাম সৌরভ হালদার (২৫)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সৌরভ মোকাতিপুর এলাকারই বাসিন্দা। তিন বছরের একটি ছেলে রয়েছে তাঁর। ছুটির সকালে কাজে যাচ্ছি বলেই বাড়ি থেকে বের হন তিনি। তারপর প্রতিবেশীদের কাছ থেকেই পরিবারের সদস্যরা খবর পান, বাড়ির অদূরে আমগাছে গলায় ফাঁস লাগিয়ে ঝুলছেন তিনি।
আরও পড়ুন: অন্ধকার থাকতে কাজে যেতেন, সঙ্গে থাকত আরেক মহিলাও, ভালবাসার দিনে রাস্তায় মিশল দাম্পত্যের শেষ অধ্যায়
পুলিশ গিয়ে দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়। পরিবারের দাবি, বাড়িতে কোনও অশান্তিই ছিল না। আদৌ এটি আত্মহত্যা, না অন্য কোনও কারণ রয়েছে এর পিছনে, তা নিয়ে পরিবারের সদস্যরা ধন্দে রয়েছেন। পুলিশ বিষয়টি খতিয়ে দেখছে।