ফেসবুকে আলাপ, ‘ভ্যালেন্টাইন ডে’তে প্রপোজ করতে মামাবাড়ি আসা, সেখানেই যুবকের মর্মান্তিক পরিণতি

"কালও ঠিকঠাক কথা বলল, রাতে খেল। সকালে এই অবস্থা। কী যে করল আর কেনই বা, বুঝতে পারছি না।"

ফেসবুকে আলাপ, 'ভ্যালেন্টাইন ডে'তে প্রপোজ করতে মামাবাড়ি আসা, সেখানেই যুবকের মর্মান্তিক পরিণতি
নিজস্ব চিত্র
Follow Us:
| Updated on: Feb 14, 2021 | 4:39 PM

মালদা: ‘ভ্যালেন্টাইন ডে’র দিন প্রেম নিবেদন করতেই নাকি মালদায় (Maldah) মামাবাড়িতে এসেছিলেন যুবক। সামাজিক মাধ্যমে শিলিগুড়ির ওই যুবকের সঙ্গে পরিচয় হয় মালদারই কোনও কিশোরীর। রহস্যজনকভাবে মামাবাড়ির শোওয়ার ঘর থেকে উদ্ধার হল যুবকের ঝুলন্ত দেহ। ঘটনাকে ঘিরে চাঞ্চল্য মালদার অরবিন্দ পার্ক এলাকায়। মৃতের নাম নির্ভীক প্রসাদ (২২)

পুলিশ সূত্রে জানা গিয়েছে, শিলিগুড়ির মিরিক বাজার এলাকার বাসিন্দা নির্ভীক প্রসাদ সাত দিন আগে মালদা শহরের অরবিন্দ পার্ক এলাকার মামার বাড়িতে ঘুরতে এসেছিলেন। সম্ভ্রান্ত ঘরের ওই যুবক সদ্য কলেজের পাঠ শেষ করেছেন। প্রাথমিক তদন্তের পর পুলিশের অনুমান, সোশ্যাল মিডিয়ায় ওই যুবকের সাথে মালদার কোন কিশোরীর বন্ধুত্ব হয়েছিল। হয়তো ভ্যালেন্টাইন-ডের দিন প্রেম নিবেদন করার পরিকল্পনা ছিল তাঁর।

আরও পড়ুন: অন্ধকার থাকতে কাজে যেতেন, সঙ্গে থাকত আরেক মহিলাও, ভালবাসার দিনে রাস্তায় মিশল দাম্পত্যের শেষ অধ্যায়

কিন্তু তার আগেই ওই ঘটনার পিছনে কী কারণ থাকতে পারে, তা খুঁজছে পুলিশ। এদিকে ভাগ্নের এই কাজে হতভম্ব মামাবাড়ির সদস্যরা। কেন ভাগ্নে এই কাজ করলেন, তা বুঝতেও পারছেন না মা অর্ণব। তাঁর কথায়,  “কালও ঠিকঠাক কথা বলল, রাতে খেল। সকালে এই অবস্থা। কী যে করল আর কেনই বা, বুঝতে পারছি না।” তদন্ত শুরু করেছে পুলিশ।