TMC: ব্লক সভাপতি বদলের দাবি, সায়ন্তিকার সামনেই টায়ার জ্বালিয়ে বিক্ষোভ তৃণমূল কর্মীদের
TMC: অনুষ্ঠান চলাকালীন সময়ে মঞ্চের সামনেই বিক্ষোভ দেখাতে থাকেন তৃণমূলের বিক্ষুব্ধ নেতা কর্মীরা। তাঁদের দাবি ব্লক সভাপতি মানিক দাসকে ব্লক সভাপতি পদ থেকে অপসারিত করতে হবে।
মালদা: ফের প্রকাশ্যে তৃণমূলের (Trinamool Congress) গোষ্ঠী কোন্দল। বিজয়া সম্মিলনীতে তুলকালাম। টায়ার জ্বালিয়ে চলল বিক্ষোভ। এদিকে অনুষ্ঠানস্থলে সেই সময় উপস্থিত ছিলেন অভিনেত্রী তথা তৃণমূল নেত্রী সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় (Sayantika Banerjee)। তিনি উপস্থিত থাকতে থাকতেই বিজয়া সম্মিলনীর অনুষ্ঠান মঞ্চের সামনে ব্লক সভাপতি পরিবর্তনের দাবিতে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখালেন এলাকার তৃণমূল নেতা-কর্মীরা।
সূত্রের খবর, মালদার (Malfa) হরিশ্চন্দ্রপুর ১ নম্বর ব্লকের অন্তর্গত চাঁচল বিধানসভার চারটি অঞ্চলের পুজো কমিটিগুলিকে নিয়ে ছিল বিজয়া সম্মিলনী ও শারদ সম্মান জ্ঞাপন অনুষ্ঠান। অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল তুলসিহাটা বিবেকানন্দ শিশু মন্দিরে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চাঁচল বিধানসভার বিধায়ক নিহাররঞ্জন ঘোষ, হরিশ্চন্দ্রপুর বিধানসভার বিধায়ক তথা প্রতিমন্ত্রী তাজমুল হোসেন, হরিশ্চন্দ্রপুর ১(বি) ব্লক সভাপতি মানিক দাস সহ অন্যান্য নেতারা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অভিনেত্রী তথা তৃণমূল নেত্রী সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়।
সূত্রের খবর, অনুষ্ঠান চলাকালীন সময়ে মঞ্চের সামনেই বিক্ষোভ দেখাতে থাকেন তৃণমূলের বিক্ষুব্ধ নেতা কর্মীরা। তাঁদের দাবি ব্লক সভাপতি মানিক দাসকে ব্লক সভাপতি পদ থেকে অপসারিত করতে হবে। শাসকদলের একাংশের কর্মীদের এই বিক্ষোভের জেরে উত্তেজনা ছড়ায় গোটা এলাকায়। অপ্রীতিকর ঘটনা এড়াতে ছুটে আসে বিশাল পুলিশ বাহিনী। এদিকে গোষ্ঠী কোন্দলের এ ঘটনায় স্বভাবতই অস্বস্তি বেড়েছে শাসকদলের। ঘটনা প্রসঙ্গে এলাকার তৃণমূল কর্মী আনওয়ারুল হক বলেন, “আমরা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে দলটা করি। নীতি আদর্শ মেনেই আমরা পার্টি করি। কিন্তু, আমাদের যাকে বর্তমান ব্লক সভাপতি করা হয়েছে তাঁকে আমরা মানতে পারছি না। আমরা স্থানীয় নেতৃত্বকে চাই। দিদিরও নির্দেশ এটা আছে। তিনি বলেছেন বুথ স্তর থেকে কর্মীরা যাকে টিকিট দিতে বলবে তাঁকেই টিকিট দিতে হবে জেলা পরিষদে, পঞ্চায়েতে, পঞ্চায়েত সমিতিতে।”