Murshidabad: মাছ চুরি রুখতে হাইভোল্টেজ তারের বেড়া, জীবনই চুরি হয়ে গেল সেন্টারে খিচুরি আনতে যাওয়া শিশুর
Murshidabad: প্রত্যক্ষদর্শীরা জানাচ্ছেন, বিদ্যুৎস্পৃষ্ট হওয়ার সঙ্গে সঙ্গেই ছিটকে পড়ে শিশুটি। মুখ থেকে গ্যাজলা বেরোতে থাকে। তার শরীর নীল হয়ে যায়। তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়ার আগেই মৃত্যু হয় শিশুটির।
মুর্শিদাবাদ: ভাইয়ের জন্য আইসিডিএস সেন্টারে খিচুড়ি আনতে যাচ্ছিল সাত বছরের বাচ্চাটা। হাতে ক্যান। আরেক হাতে ব্যাগ। প্রতিবেশীর পুকুর পাড়ের ধারে আইসিডিএস সেন্টার। আর সেই পুকুরেই মরণফাঁদ! আর পাঁচটা দিনের মতোই গ্রামের রাস্তা ধরে সেন্টারের দিকে এগোচ্ছিল বছর সাতেকের বাচ্চাটা। কিন্তু আজ কোনওভাবে পা লেগে গিয়েছিল সেন্টারের পাশে থাকা পুকুর ধারের তারে। মাছ চুরি রুখতে প্রতিবেশীর দেওয়া হাইভোল্টেজ তারে পা লাগতেই ছিটকে পড়ে শিশুটি। ঘটনাস্থলেই মৃত্যু। মর্মান্তিক ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের হরিহরপাড়ায়। মৃত ছাত্রের নাম নূর সাইদ শেখ। বছর সাতেকের ওই শিশুর হরিহরপাড়ার রুকনুপুর উত্তরপাড়া গ্রামের বাসিন্দা।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, নূর সাইদ সোমবার সকালে তার ভাইয়ের জন্য আইসিডিএস সেন্টারে খিচুড়ি আনতে যাচ্ছিল। প্রতিবেশীরা জানাচ্ছেন, সেন্টারের গা লাগোয়া শেখ সইফুদ্দিন নামে এক প্রতিবেশীর পুকুরে মাছ চুরি রুখতে চারপাশে তারের বেড়া দিয়েছিলেন। সেই তারে ছিল বিদ্যুৎ সংযোগ। সোমবার সকালে নূরের পা অসতর্কতাবশত সেই তারে লেগে যায়।
প্রত্যক্ষদর্শীরা জানাচ্ছেন, বিদ্যুৎস্পৃষ্ট হওয়ার সঙ্গে সঙ্গেই ছিটকে পড়ে শিশুটি। মুখ থেকে গ্যাজলা বেরোতে থাকে। তার শরীর নীল হয়ে যায়। তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়ার আগেই মৃত্যু হয় শিশুটির।
খবর এলাকায় ছড়িয়ে পড়তেই চাঞ্চল্য ছড়ায়। প্রতিবেশীরা ক্ষোভ উগরে দেন। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় হরিহরপাড়া থানার পুলিশ। পুলিশ দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে।
শিশুটির দাদু বলেন, “পুকুরে সইফউদ্দিন তার দিয়েছিল। মাছ চুরি রুখতে তার লাগিয়েছিল। আমার নাতি খিচুড়ি আনতে গিয়ে তারে হাত দিয়ে দিয়েছিল। ওখানে পড়ে যায়।” প্রশ্ন উঠছে, এইভাবে একটা আইসিডিএস সেন্টারের পাশের এলাকা, যেখানে নিত্য শিশুরা যাতায়াত করে, সেখানে কীভাবে বিদ্যুতের তার দিয়ে রাখতে পারলেন ওই ব্যক্তি? এখনও পর্যন্ত মৃত ছাত্রের পরিবারের তরফ থেকে কোনও অভিযোগ দায়ের করা হয়নি।