Murshidabad: অন্ধকারে আমবাগানে চলছিল ‘খেলা’, গ্রেফতার ১১ জন পুরুষ
Murshidabad: পুলিশ সূত্রে খবর, শনিবার সামশেরগঞ্জের ভবানীবাটি হাটের পাশে একটি আমবাগানে চলছিল জুয়ার ঠেক। গোপন সূত্রে খবর পেয়ে সেই জুয়ার ঠেকে হানা দেয় পুলিশ। সেখান থেকেই গ্রেফতার করা হয় ১১ জন জুয়াড়ি। বাজেয়াপ্ত করা হয় টাকাও।
সামশেরগঞ্জ: রমরমিয়ে চলছিল জুয়ার খেলার আসর। দীর্ঘদিন ধরেই সেই ঠেকে চলছিল জুয়া খেলার আসর। সেখানেই রাত্রিবেলা হানা দিয়ে পুলিশ গ্রেফতার করল ১১ জনকে।
ঘটনাটি ঘটেছে সামশেরগঞ্জের ভবানীবাটি হাটে। সেখানেই জুয়ার ঠেকে হানা দিয়ে গ্রেফতার হয় ১১ জন জুয়ারী। যাদের কাছ থেকে বাজেয়াপ্ত হয়েছে ৬ হাজার ৩৫০ টাকা। রবিবার ধৃতদের জঙ্গীপুর মহকুমা আদালতে পাঠায় পুলিশ।পুলিশ সূত্রে খবর, শনিবার সামশেরগঞ্জের ভবানীবাটি হাটের পাশে একটি আমবাগানে চলছিল জুয়ার ঠেক। গোপন সূত্রে খবর পেয়ে সেই জুয়ার ঠেকে হানা দেয় পুলিশ। সেখান থেকেই গ্রেফতার করা হয় ১১ জন জুয়াড়ি। বাজেয়াপ্ত করা হয় টাকাও।
উল্লেখ্য, এই জুয়ার ঠেকে কয়েক মাস আগে চলে বোমা-গুলি। তবে সেই ঘটনা ঘটে বসিরহাটের ৬ নম্বর ওয়ার্ডে। সেখানে হবিবুল্লাহ গাজি নামে এক ব্যক্তি পাওনা টাকা চাইতে যান। তখনই শুরু হয় বচসা। তারপরই চলে বোমা-গুলি।